সোশ্যাল ইসলামী ব্যাংক-এর `প্রবাসী গ্রাহক সেবা পক্ষ- ২০২২’ এর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০২২, ১৯:১৮
অ- অ+

`থাকবো ভালো, রাখব ভালো দেশ, বৈধপথে প্রবাসী আয়, গড়ব বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক ১৫ দিনব্যাপী `প্রবাসী গ্রাহক সেবা পক্ষ- ২০২২’ কর্মসূচী শুরু করেছে।

রবিবার (৪ ডিসেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে কর্মসূচীর উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ড. মো. মাহবুব উল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। স্বাগত বক্তব্য রাখেন চীফ রেমিট্যান্স কর্মকর্তা মোঃ মোশাররফ হোসাইন।

এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মোঃ ইয়াহিয়া, উপ ব্যবস্থাপনা পরিচালক মোঃ সামছুল হক ও মোহাম্মদ ফোরকানুল্লাহ, মানব সম্পদ বিভাগের প্রধান কাজী ওবায়দুল আল-ফারুক, আন্তর্জাতিক বিভাগের প্রধান মোঃ আকমল হোসাইন, ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ সহ ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ব্যাংকের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক প্রধান, সকল শাখার ব্যবস্থাপক ও উপশাখার ইনচার্জবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা দ্রুত ও নিরাপদে প্রিয়জনের কাছে রেমিট্যান্স পৌঁছাতে সোশ্যাল ইসলামী ব্যাংকের উপর আস্থা রাখতে রেমিট্যান্স যোদ্ধাদের প্রতি আহ্বান জানান।

বক্তারা বলেন, সোশ্যাল ইসলামী ব্যাংক বৈধপথে দেশে রেমিট্যান্স আনতে সকলকে উদ্বুদ্ধ করছে ও আকর্ষণীয় সুযোগ সুবিধা প্রদান করছে।

(ঢাকাটাইমস/০৪ডিসেম্বর/পিআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্রহ্মপুত্র নদে ভেসে উঠল নিখোঁজ ২ ভাইয়ের মরদেহ
তাপপ্রবাহ থেকে সুরক্ষিত থাকতে যেসব নির্দেশনা দিল স্বাস্থ্য অধিদপ্তর
ঢাকাসহ ৫৬ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, আট জেলায় তীব্র
দাবা খেলা নিষিদ্ধ করলো আফগানিস্তান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা