বিএনপির ১০ দফায় ১১ দলের সমর্থন, যুগপৎ আন্দোলনে থাকার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০২২, ০৮:৪৬| আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ১১:০৪
অ- অ+
শনিবার রাজধানীর গোলাপবাগ মাঠে গণসমাবেশ করে বিএনপি

সংসদ ভেঙে দেওয়াসহ বিএনপির ১০ দফা দাবির প্রতি সমর্থন জানিয়েছে ২০ দলীয় জোটের শরিক ১১টি দল।

শনিবার এক যৌথ বিবৃতিতে এ সমর্থন জানানো হয়।

‘বর্তমান সরকারের পতন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ১০ দফা মুক্তির সনদ ঘোষিত হয়েছে’ উল্লেখ করে অবিলম্বে এসব দাবি মেনে দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান জানায় ১১ দল।

নেতারা বলেন, আগামীতে বিএনপির যে কোনো কর্মসূচিকে বাস্তবায়ন করতে যুগপৎ ধারায় এবং যৌথভাবে তারা রাজপথে থাকবেন।

বিবৃতিদাতারা হলেন- বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ এলডিপি মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, জাগপা সভাপতি খন্দকার লুৎফুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, শনিবার ঢাকা বিভাগীয় সমাবেশে বর্তমান জাতীয় সংসদ বিলুপ্ত করে ক্ষমতাসীন সরকারের পদত্যাগসহ ১০ দফা ঘোষণা করে কর্মসূচি দেয় বিএনপি। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ বলেন, ‘সমমনা রাজনৈতিক দলগুলো এসব কর্মসূচি যুগপৎভাবে পালন করবে বলে আশা করছি।’

(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড, সুপার ওভারে শূন্য রানেই অলআউট
বাউফলে উত্ত্যক্তের শিকার স্কুলছাত্রীর চিরকুট লিখে আত্মহত্যা
মাগুরায় আছিয়ার বাড়িতে জামায়াত  আমির
দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি বাচ্চু, সম্পাদক দুলাল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা