ভুট্টা চাষে সফলতার স্বপ্ন বুনছেন কৃষক

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা ভূট্টা চাষের শস্যভাণ্ডার হিসেবে খ্যাত রেকর্ড পরিমাণ জমিতে ভুট্টা চাষ হয়েছে। এতে বেশি ফলনের স্বপ্ন বুনছেন কৃষকেরা। অনুকূল আবহাওয়া ও আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে স্বল্প খরচে অধিক ফলন হবে বলে আশা সংশ্লিষ্টদের।
স্থানীয় কৃষি বিভাগ থেকে জানা যায়, ভুট্টা চাষে দরিদ্র কৃষকেরা আর্থিকভাবে সফল হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, উপজেলার চিকাজানী ইউনিয়নের নয়াপাড়া, খোলাবাড়ি,চরাশুরীহাট
এলাকায় মাঠের পর মাঠ ভুট্টাখেত। সবুজ রঙের গাছগুলো দেখলেই চোখ জুড়িয়ে যায়। খেতগুলোতে পানি ও কীটনাশক দেওয়া এবং পরিচর্যায় কৃষকেরা ব্যস্ত সময় পার করছেন। খেতগুলোতে পুরুষের পাশাপাশি নারীরাও কাজ করছেন।
উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার ৮ ইউনিয়নে ৫ হাজার ৩০০ শ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ইতিমধ্যে চলতি মৌসুমে ৫ হাজার ৫০ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। আগামী আরো দুই সপ্তাহ ভুট্টা চাষে করবে কৃষকেরা। লাভ জনক হওয়ায় এবং স্থানীয় মাটিতে ভালো ফলন হওয়ায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে অর্থাৎ রেকর্ড পরিমাণ জমিতে ভুট্টা চাষ হবে।
খোলাবাড়ী এলাকার ভুট্টাচাষি কৃষক রুহুল আমিন বলেন, 'ভুট্টা চাষে আগে লাভ হতো না, কয়েক বছর ধরে এখন ভুট্টা চাষে ভালো লাভ হচ্ছে আমাদের। হাইব্রিড জাতের ভূট্টা চাষে ১ বিঘা জমিতে প্রায় ৪৫ মণ করে এখন ভুট্টা হয়। আগে এক বিঘাতে জমি ২০ থেকে ২৫ মণ ভুট্টা হয়তো। আগের থেকে ভুট্টার এখন দামও ভালো।
ভুট্টাচাষি মাসুদ আলম বলেন,'আমি এখন যে জমিগুলোতে ভূট্টা চাষ করছি সেগুলো তো আগে অন্য ফসল চাষ করতাম। বাংলাদেশ ও সুইজারল্যান্ড সরকারের একটি প্রকল্প থেকে আমাকে প্রথম হাইব্রিড জাতের ভূট্টার বীজ দিয়েছিল। পরে হাইব্রিড জাতের বীজ লাগিয়ে দেখি ভালো ফলন। ভুট্টা চাষ এখন ভালো ফলন হয় আমরাও লাভবান হচ্ছে।
চিকাজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম বলেন,' ভুট্টা চাষে কৃষকেরা এখন লাভবান হচ্ছে। আগে ভুট্টা চাষে তেমন লাভবান হইতো না কৃষকরা। বাংলাদেশ ও সুইজারল্যান্ড সরকারের একটি প্রকল্পের লোক এই এলাকার কৃষকদের হাইব্রিড জাতের ভুট্টা চাষে সহযোগিতা করছেন। তাদের সহযোগিতায় কৃষকরা বেশ লাভবান হচ্ছে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলমগীর আজাদ বলেন,'আশা করছি ভুট্টার বাম্পার ফলন হবে। এলাকার কৃষকেরা যাতে ভুট্টা যথাযথভাবে উৎপাদন করতে পারেন এবং স্বল্প খরচে উচ্চফলনশীল ভুট্টা উৎপাদন কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।
(ঢাকাটাইমস/১৬ডিসেম্বর/এআর/এসএ)

মন্তব্য করুন