সাড়ে ৫ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ ডিসেম্বর ২০২২, ১২:৪১
অ- অ+

ঘন কুয়াশার কারণে সাড়ে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে কুয়াশা কেটে গেলে পদ্মা নদীর এই নৌপথে ফেরি চলাচল শুরু হয়।

তবে ঘাটে কোন অপেক্ষামান গাড়ি না থাকায় এবং প্রয়োজনের অতিরিক্ত ফেরি ঘাটে বসে থাকায় কোন যানজট নেই। ফলে ঘাটে গাড়ি আটকিয়ে বিভিন্ন শ্রেণির দালালদের বড়ই দুর্দিন চলছে।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ২টা থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

এ সময় ঘাটে তিনটি রো রো ফেরি লোড করে নোঙ্গর করে থাকে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব‍্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহ উদ্দিন বলেন, ঘন কুয়াশার কারণে মাঝেমধ্যেই মাঝরাত থেকে ফেরি চলাচল বন্ধ থাকে। বৃহস্পতিবার দিবাগত রাতে পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে রাত ২টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরদিন শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

(ঢাকাটাইমস/৩০ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা