রাণীনগরে শীতে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধে আহত নারীর মৃত্যু

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ জানুয়ারি ২০২৩, ২১:৩৬

নওগাঁর রাণীনগরে শীত নিবারণে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধে আহত শান্তনা রাণী সাহা (৪৫) নামে এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত শান্তনা রাণী সাহা উপজেলার একডালা ইউপির জলকৈ রায়পুর গুচ্ছগ্রামের বাসিন্দা বাবলু চন্দ্র সাহার স্ত্রী।

শান্তনা রাণীর ছেলে পুস্কর কুমার সাহা বলেন, বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সন্ধ্যার দিকে শীত নিবারণের জন্য পাড়ার কয়েকজন বাড়ির পাশে খড়ে আগুন দিয়ে আগুন পোহাচ্ছিল। তার মা শান্তনা রাণীও শীত নিবারণে সেখানে আগুন পোহাতে গিয়ে শাড়িতে আগুন লেগে শরীরের বিভিন্ন স্থানে পুড়ে গিয়ে অগ্নিদগ্ধ হয়। এ সময় পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ দায়ের করেনি।

(ঢাকাটাইমস/১০জানুয়ারি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :