ইজতেমার মাঠে আরও এক মুসল্লির মৃত্যু

টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২৩, ১৪:০৬| আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ১৪:১৭
অ- অ+

টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার মাঠে আনিস (৭১) নামে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। রবিবার ভোরে তার মৃত্যু হয়।

নিহত আনিস বংশাল থানার মৃত ছমির উদ্দিনের ছেলে।

মুসল্লির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইজতেমা ময়দানে লাশের জিম্মাদার মাওলানা মো. শাকের।

জানা গেছে, ভোর ৬টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে মুসল্লিরা তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার ময়দানে অসুস্থ হয়ে আট মুসল্লির মৃত্যু হয়েছে।

ইজতেমায় এসে নিহত মুসল্লিরা হলেন- সিলেটের হরিপুরের হেমুবটে পাড়া গ্রামের নূরুল হক, গাজীপুরের ভুরুলিয়া এলাকার আবু তৈয়ব ওরফে আবু তালেব, ঢাকার কেরানীগঞ্জের হাজী মোহাম্মদ হাবিবউল্লাহ হবি, ঢাকার কেরানীগঞ্জের মলমলিয়া গ্রামের মোফাজ্জেল হোসেন খান, মুন্সীগঞ্জের কামাল গ্রামের আক্কাছ আলী সিকদার, চট্টগ্রাম জেলার রাউজান গ্রামের আব্দুর রাজ্জাক ও নরসিংদী জেলার মাছিমপুর গ্রামের হাবিবুর রহমান হবি।

(ঢাকাটাইমস/১৫জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হবিগঞ্জে দুই এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৫০
বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ শন টেইট
আবেগবশত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, সরকারকে রিজভী 
জুলাই বিপ্লবে শহিদ ৮ লাশের পরিচয় উদঘাটনে সহায়তার আহ্বান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা