বিক্ষোভের নামে ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট: যা বললেন মিজানুর রহমান আজহারি

সারা দেশব্যাপী ইসরায়েলের বিপক্ষে বিক্ষোভ ও দেশটির পণ্য বয়কটের নামে বিভিন্ন দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় নিন্দা জানিয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারি। এ ঘটনাকে ‘ছোটলোকি’ বলে আখ্যায়িত করেছেন তিনি।
মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মাওলানা মিজানুর রহমান আজহারি লিখেছেন, ‘বিক্ষোভের নামে লুটপাট নিতান্তই ছোটলোকি। যেসব অতি উৎসাহীরা এ গর্হিত কর্মকাণ্ডে জড়িয়েছে এরা সুযোগের অভাবে সৎ।’
তিনি লিখেছেন, ‘এরা যেকোনো ভালো উদ্যোগকে মন্দ পরিণতির দিকে নিয়ে যায়। কোনো একটি স্মার্ট মুভকে মূহুর্তেই পন্ড করে দেয়। মূল ফোকাস থেকে সরে গিয়ে নির্বোধের মতো অপ্রাসঙ্গিক কাজে ব্যস্ত হয়ে পড়ে। মুমিনের আচরণ কখনোই এমন নয়। প্রতিবাদের প্রতিটি স্টেপ হতে হবে যৌক্তিক ও বুদ্ধিদীপ্ত।’
এর আগে সোমবার ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এই ইসলামি স্কলার জানান, গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আগামী ১২ এপ্রিল (শনিবার) ঢাকায় সশরীরে বিক্ষোভ করবেন।
ভিডিও বার্তায় তিনি বলেন, প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে ফিলিস্তিনের গাজায় সংগঠিত শতাব্দীর বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’ শিরোনামে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজমায়েতের আয়োজন করা হচ্ছে। আগামী ১২ এপ্রিল (শনিবার) শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউয়েতে গিয়ে এই মার্চটি শেষ হবে। ইনশাআল্লাহ আমি নিজে সশরীরে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকব। আপনারাও দলে দলে যোগদান করুন।’
তিনি আরও বলেন, ‘মানবতার পক্ষে, ন্যায়ের পক্ষে, গাজাবাসীদের পক্ষে দল-মত-জাতি-পেশা নির্বিশেষে এই বিক্ষোভে অংশগ্রহণের জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি।’
প্রসঙ্গত, ফিলিস্তিনের গাজায় ইসলামি বাহিনী বর্বর গণহত্যা প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়। এ সময় সিলেটসহ দেশের বিভিন্ন জায়গায় ইসরায়েলি পণ্য বিক্রির অভিযোগে বেশকিছু দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়।
এ ঘটনার পর রাতেই হামলা ও লুটপাটকারীদের গ্রেপ্তারে পুলিশ বাহিনীকে নির্দেশ দেন আইজিপি বাহারুল আলম। সেই মতো সারা দেশে অভিযান চালিয়ে এরইমধ্যে ৪৯ জনকে আটক করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে বাকিদের ধরতে অভিযান চলছে।
(ঢাকাটাইমস/৮এপ্রিল/এজে)

মন্তব্য করুন