তিনে ব্যাটিং করা সব সময়ই পছন্দ আমার: আফিফ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২৩, ১৬:৩৪

বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএল) এবারের আসরে ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে মাত্র ৫২ বলে ৬৯ রান করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে জয়ে ফিরিয়েছেন আফিফ হোসেন ধ্রুব। ম্যাচ শেষে জানান নিজের অনুভূতি। তিনে ব্যাট করতেই নাকি বেশি পছন্দ করেন জাতীয় দলের এই বাঁ-হাতি ব্যাটার।

৫২ বলে সাতটি চার ও একটি ছয়ের মারে ৬৯ বলের অসাধারণ ইনিংস খেলার কারণে ম্যাচসেরার পুরস্কার পান আফিফ। এরপর সাংবাদিকদের সামনে আফিফ জানান, আফিফ বলেন, ‘বেশি সময় পেলে আমি সব সময় স্বাচ্ছন্দ্যবোধ করি। পরে গিয়ে সেটা কাভার করার সুযোগ থাকে। অল্প সময়ে গিয়ে আমার জন্য একটু কঠিন হয়ে যায়।’

আফিফ আরও বলেন, ‘তিনে ব্যাটিং করা সবসময়ই পছন্দ আমার। আজ (গতকাল) সুযোগ পেয়েছিলাম। চেষ্টা করেছিলাম যেন শেষ পর্যন্ত থাকি। ’ নিজে বেছে নেওয়ার সুযোগ থাকলে কোথায় খেলতেন? তিনি বলেন, ‘আমার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই।’

উল্লেখ্য, শনিবার রাতের ম্যাচে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৮ রান তুলে ঢাকা ডমিনেটর্স। জবাবে ব্যাট করতে নেমে আফিফ হোসেন ও ‍দারউইস রাসুলির দুর্দান্ত ফিফটিতে ১৪ বল ও ৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

(ঢাকাটাইমস/১৫জানুয়ারি/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :