নসিমনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শাহ্ আলম শাহী, দিনাজপুর
  প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২৩, ২২:০৯| আপডেট : ২১ জানুয়ারি ২০২৩, ২২:১১
অ- অ+

দিনাজপুরের বিরলে নসিমনের ধাক্কায় জুলফিকার ইসলাম জুয়েল নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরো একজন। শনিবার রাত ৮টার দিকে উপজেলার ঢেরাপাটিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত জুলফিকার ইসলাম জুয়েল (৩২) দিনাজপুর শহরের চাউলিয়াপট্টি একালার মৃত রইস উদ্দিনের ছেলে। জুয়েল পেশায় ইটভাটার মালিক ও শহরের বাহাদুর বাজারে পুষ্পিতা নামে একটি কসমেটিকের দোকান রয়েছে।

আহত মোটরসাইকেলের আরেক আরোহী তানভীর (৩০) দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা।

তানভীরের একটি পা ভেঙে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে, দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে।

হতাহতের ঘটনা নিশ্চিত করে বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসিম হাবিব জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নসিমন পালিয়েছে। স্থানীয়দের সহায়তায় আহত মোটরসাইকেলের দুই আরোহীকে হাসপাতালে নেয়ার পথে একজনের মৃত্যু হয়। নিহত জুয়েলের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/২১জানুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আহমেদাবাদ বিমান দুর্ঘটনার আরও যেসব কারণ সামনে আসছে
আহমেদাবাদ বিমান দুর্ঘটনা: নিহত বেড়ে ২৯১
মুরাদনগরে ট্রাফিক লাইনম্যানকে পিটিয়ে যখম করল এনসিপি নেতারা
নিষেধাজ্ঞার পর জেলের জালে ধরা পড়লো ৪৩ মণ ইলিশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা