প্রয়াত গীতিকার বিশুর দুই মেয়ের দায়িত্ব নিলেন জেমস

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২৩, ১৫:৩৮| আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩, ১৫:৪৩
অ- অ+

সদ্য প্রয়াত গীতিকার বিশু শিকদারের দুই কন্যাসন্তানের দায়িত্ব নিলেন ‘নগর বাউল’ খ্যাত জনপ্রিয় ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশুর ছোট ভাই শাহ আলম শিকদার।

শাহ আলম বলেন, ‘আমার সদ্য প্রয়াত বড় ভাই বিশু শিকদারের দুই মেয়ে সঙ্গীতা ও রাফিয়ার সার্বিক দায়িত্ব নিয়েছেন জেমস।’

সোমবার বিকাল তিনটার দিকে ঢাকা থেকে সড়কপথে নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ধোপাদহ গ্রামে যান জেমস। তিনি সেখানে বিশুর কবর জিয়ারত করেন।

কবর জিয়ারত শেষে বিশু শিকদারের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন জেমস। এ সময় তিনি গীতিকারের পরিবারকে সার্বিক সহযোগিতা এবং তার সপ্তম শ্রেণি পড়ুয়া মেয়ে সঙ্গীতা ও দ্বিতীয় শ্রেণি পড়ুয়া রাফিয়ার দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন।

এদিন জেমসের সফরসঙ্গী হিসেবে ছিলেন নগর বাউলের মুখপাত্র রবিন ঠাকুরসহ ব্যান্ড দলটির শিল্পী ও কলাকুশলীরা।

গত শনিবার বিকালে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান গীতিকার এস এম সেলিম শিকদার ওরফে বিশু শিকদার। রবিবার সকাল ১০টায় ধোপাদহ ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

বিশু শিকদার নগর বাউল জেমসের জন্য গান লিখেছেন ৫০টিরও বেশি। তার মধ্যে উল্লেখযোগ্য গানগুলো হলো- ‘দুষ্টু ছেলের দল’, ‘বিজলী’, ‘যদি এই শীতে’, ‘আমি তোমাদেরই লোক’, ‘সেলাই দিদিমণি’, ‘অবশেষে জেনেছি’, ‘তুফান’।

(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকাসহ দেশের ৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না
গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা, দায় স্বীকার আল-কাসাম ব্রিগেডের
ভেষজ করমচা ডায়াবেটিস ও কিডনি রোগ নিরাময় করে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা