প্রয়াত গীতিকার বিশুর দুই মেয়ের দায়িত্ব নিলেন জেমস

সদ্য প্রয়াত গীতিকার বিশু শিকদারের দুই কন্যাসন্তানের দায়িত্ব নিলেন ‘নগর বাউল’ খ্যাত জনপ্রিয় ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশুর ছোট ভাই শাহ আলম শিকদার।
শাহ আলম বলেন, ‘আমার সদ্য প্রয়াত বড় ভাই বিশু শিকদারের দুই মেয়ে সঙ্গীতা ও রাফিয়ার সার্বিক দায়িত্ব নিয়েছেন জেমস।’
সোমবার বিকাল তিনটার দিকে ঢাকা থেকে সড়কপথে নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ধোপাদহ গ্রামে যান জেমস। তিনি সেখানে বিশুর কবর জিয়ারত করেন।
কবর জিয়ারত শেষে বিশু শিকদারের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন জেমস। এ সময় তিনি গীতিকারের পরিবারকে সার্বিক সহযোগিতা এবং তার সপ্তম শ্রেণি পড়ুয়া মেয়ে সঙ্গীতা ও দ্বিতীয় শ্রেণি পড়ুয়া রাফিয়ার দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন।
এদিন জেমসের সফরসঙ্গী হিসেবে ছিলেন নগর বাউলের মুখপাত্র রবিন ঠাকুরসহ ব্যান্ড দলটির শিল্পী ও কলাকুশলীরা।
গত শনিবার বিকালে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান গীতিকার এস এম সেলিম শিকদার ওরফে বিশু শিকদার। রবিবার সকাল ১০টায় ধোপাদহ ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বিশু শিকদার নগর বাউল জেমসের জন্য গান লিখেছেন ৫০টিরও বেশি। তার মধ্যে উল্লেখযোগ্য গানগুলো হলো- ‘দুষ্টু ছেলের দল’, ‘বিজলী’, ‘যদি এই শীতে’, ‘আমি তোমাদেরই লোক’, ‘সেলাই দিদিমণি’, ‘অবশেষে জেনেছি’, ‘তুফান’।
(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/এলএম/এজে)
সংবাদটি শেয়ার করুন
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
বিনোদন এর সর্বশেষ

এখনো ঝুঁকিমুক্ত নন বিস্ফোরণে দগ্ধ অভিনেত্রী শারমিন আঁখি

শেষ মুহূর্তে পেছাল সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে

১৪ ফেব্রুয়ারি দ্বিতীয় সিজন নিয়ে ফিরছে ‘কোক স্টুডিও বাংলা’

হৃদরোগে আক্রান্ত হয়ে সিসিইউতে অভিনেতা আবদুল আজিজ

সিনিয়র অভিনেত্রীকে মা ডেকে ‘বিরল সমস্যা’য় পড়েছিলেন রোশান, তারপর…

চয়নিকার নতুন যুগল ও একটি রোমান্টিক গান

শাকিব খান ও জোভানকে নিয়ে মুখ খুললেন পূজা চেরি, তবে…

দিনাজপুরের সেই ধর্ষিতা কিশোরীর চরিত্রে মিম, সেন্সর পাবে তো?

‘পাঠান’-এর বিজয়রথ ছুটছেই, রেকর্ড আয় পশ্চিমবঙ্গেও
