গোপালপুর ইউপি আ.লীগের শীতবস্ত্র বিতরণ

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২৩, ২২:৫৪| আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ১০:৫৯
অ- অ+

ফরিদপুরের আলফাডাঙ্গায় হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে উষ্ণতা ছড়াতে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারি) বিকালে উপজেলার গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এক অনুষ্ঠানে তিন শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে এসব বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খান। সঞ্চালক ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন। অন্যদের মধ্যে ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাদাত সর্দার, তোবারক হোসেন খোকা, সাংগঠনিক সম্পাদক মুন্সী তাজিমুর রহমান, দপ্তর সম্পাদক আনিচুল ইসলাম মাহমুদ, সদস্য হুমায়ুন খান, উপজেলা কৃষক লীগের সদস্য মো. সাখাওয়াত হোসেন, ৩ নম্বর ওয়ার্ড আ.লীগের সভাপতি খান নওয়াব আলী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হোসেন মিয়া প্রমুখ।

মোনায়েম খান বলেন, ‘শীতার্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ পর্যন্ত তিন শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সমাজের যারা বিত্তবান মানুষ রয়েছেন, তারা একটু এগিয়ে এলে লাঘব হবে শীতার্ত মানুষের কষ্ট।’

(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/এমআই/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাংবাদিকদের কন্ঠরোধে ৩২টি আইন থাকলেও সুরক্ষায় কোনো আইন নেই: কাদের গনি চৌধুরী 
তৃণমূল জনগোষ্ঠীর উন্নয়নে আনসার ভিডিপির ‘প্রান্তিক শক্তি’ কর্মসূচি
আওয়ামী ষড়যন্ত্রকারীদের কোনো সুযোগ দেওয়া যাবে না: আমিনুল হক 
আ.লীগ দেশকে গোলামীর রাষ্ট্রে পরিণত করেছিল: মুফতি ফয়জুল করিম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা