কেরাণীগঞ্জে হেরোইনসহ মাদক চোরাকারবারি আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ২০:২৮
অ- অ+

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে মো. জনি নামে এক মাদক চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব-১০। এসময় তার কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন, মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, দুইটি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ এক লাখ টাকা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার র‌্যাব-১০ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার র‌্যাব-১০ এর একটি দল দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে আনুমানিক পাঁচ লাখ টাকা দামের ৫০ গ্রাম হেরোইনসহ মো. জনি নামে এক মাদক চোরাকারবারিকে আটক করে র‌্যাব। এ সময়ে তার কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, দুইটি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ এক লাখ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, আটক জনি একজন পেশাদার মাদক চোরাকারবারি। তিনি বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে দক্ষিণ কেরানীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/০২ফেব্রুয়ারি/এএ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০২০ সালের ১২ জুন এবং একজন আসিফ নজরুল
জাতীয় শ্রমশক্তি নিবন্ধন ব্যবস্থা ও তথ্য ভাণ্ডার গড়ে তোলার সুপারিশ শ্রম সংস্কার কমিশনের
একাত্তরের মানবতাবিরোধী অপরাধ: আজহারের আপিল শুনানি ৬ মে পর্যন্ত মুলতবি
মানবতাবিরোধী অপরাধ: আজহারের আপিল শুনানি আজ, সুপ্রিম কোর্টে জামায়াত নেতারা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা