কক্সবাজারে ১৮ হাজার ইয়াবাসহ নারী মাদকপাচারকারী আটক

অনলাইন ডেস্ক
| আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৩৪ | প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:১৭

কক্সবাজারের রামুর মরিচ্যা যৌথ চেকপোস্টে ১৮ হাজার ইয়াবাসহ এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ৩০ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান। আটক জাহেদা খানম (৩২) সেন্টমার্টিনের বাজারপাড়ার নুরুল আবসারের স্ত্রী।

বিজিবি জানায়, টেকনাফের হ্নীলা থেকে কক্সবাজারগামী একটি সিএনজিতে করে ইয়াবা পাচার হচ্ছে এমন সংবাদে মরিচ্যা চেকপোস্টে তল্লাশী কার্যক্রম জোরদার করা হয়।পরবর্তীতে নীলা হতে কক্সবাজারগামী সিএনজিটি মরিচ্যা যৌথ চেকপোস্টে আসলে তল্লাশির জন্য থামানো হয়। প্রাথমিকভাবে ইয়াবা পাচারের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি অস্বীকার করেন। পরবর্তীতে মহিলা সৈনিক দিয়ে তল্লাশি করা হলে তার শরীরের সঙ্গে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ১৮ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫৪ লাখ টাকা।

উল্লেখ্য, আটককৃত মাদক পাচারকারীকে ইয়াবা ও অন্যান্য মালামালসহ নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

(ঢাকাটাইমস/৪ফেব্রুয়ারি/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :