বইমেলায় পাওয়া যাচ্ছে মাহাদী সেকেন্দারের গ্রন্থ ‘মুক্তিযুদ্ধের দর্শন ও বঙ্গবন্ধু’

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তরুণ লেখক ও সাংস্কৃতিক সংগঠক মো. সাঈদ মাহাদী সেকেন্দারের প্রবন্ধগ্রন্থ ‘মুক্তিযুদ্ধের দর্শন ও বঙ্গবন্ধু’। বইটি প্রকাশ করেছে বাবুই প্রকাশনী। প্রচ্ছদ করেছেন শিল্পী ফাইয়াজ হোসেন। বইটির মূল্য রাখা হয়েছে ২৭০ টাকা। অমর একুশে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে বাবুই প্রকাশনীর স্টলে (নম্বর ৩৩৭-৩৩৮) বইটি পাওয়া যাচ্ছে।
লেখক সাঈদ মাহাদী সেকেন্দার বলেন, ‘বঙ্গবন্ধু এবং বাংলাদেশ অবিচ্ছেদ্য অংশ। আমি মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর পরিবার ও তার বিশ্বস্ত রাজনৈতিক সহচরদের নিয়ে নিয়মিত গণমাধ্যমে লিখে থাকি। আমার লেখা প্রবন্ধ বই আকারে প্রকাশ করতে পেরে ভালো লাগছে। আশা করি তরুণ প্রজন্ম বইটি পড়ে মহান মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারকে নিয়ে অনেক বিষয় জানতে পারবে।’
মাহাদী সেকেন্দার বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের এস আর এম ও জবি রোভার ইন কাউন্সিলের যুগ্ম সাধারণ সম্পাদক, ফিলোসফি ডিবেটিং ক্লাব জবির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং জবি সাংবাদিক সমিতির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি নটরডেম কলেজ নাট্যদলের আজীবন সদস্য।
(ঢাকাটাইমস/০৬ফেব্রুয়ারি/কেআর/এফএ)

মন্তব্য করুন