একুশ আমার অহংকার

মো. শাহারিয়ার হোসেন
 | প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৪৫

একুশ আমার লালিত স্বপ্ন

বর্ণমালার গান,

একুশ আমার কুড়িয়ে পাওয়া

বিরল এক সম্মান।

একুশ আমার বাংলা মায়ের

মমতা জড়ানো আশা,

তাই তো একুশ সম্মানিত

আন্তর্জাতিক ভাষা।

একুশ আমার ভালোবাসায় হৃদয়ের স্পন্দনে,

একুশ আমার শ্বাস-প্রশ্বাসে

মানবতার বন্ধনে।

একুশ আমার বায়ান্নতে জাগিয়ে

তোলা স্বাধীনতার ফসল,

একুশ আমার একাত্তরের

সাহস যোগানো সম্বল।

একুশ আমার মায়ের ভাষা

শিশুদের হাঁসি কান্না,

একুশ আমার ভাই, ভাষা শহীদদের রক্তে রঞ্জিত বন্যা।

একুশ আমার অহংকার

অনুভূতির দুয়ার খোলে,

একুশ আমার কবিতার ছন্দে

আজীবন রবে এই ভূমন্ডলে।

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :