দুই কোটি টাকা আত্মসাতে কৃষি ব্যাংকের ৭ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ মার্চ ২০২৩, ১৮:২২

ভুয়া ঋণ নথি তৈরি করে প্রতারণা ও জাল জালিয়াতির মাধ্যমে ২ কোটি ২ লাখ ৪৭ হাজার টাকার কৃষি ঋণ আত্মসাতের অভিযোগে কৃষি ব্যাংকের ৭ জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. রেজাউল করিম বাদী হয়ে বুধবার রাতে মামলাটি করেন।

মামলায় আসামি করা হয়েছে কৃষি ব্যাংকের রাজবাড়ী জেলা শাখার বর্তমানে সাময়িক বরখাস্ত সাবেক পরিদর্শক রেজাউল হক (৪৩), সাবেক পরিদর্শক মুর্তজা আলী (৪১), সাবেক পরিদর্শক গোলাম গাউস (৬৫), সাবেক ব্যবস্থাপক মইনুল ইসলাম (৬৩), সাবেক ব্যবস্থাপক ওয়াহিদুজ্জামান (৬৫), সাবেক ব্যবস্থাপক সিদ্দিকুর রহমান (৬৮) এবং সাবেক ব্যবস্থাপক এসএম দেলোয়ার হোসেন (৬১)।

মামলায় অভিযোগ করা হয়েছে, প্রচলিত বিধিবিধান ও জেনারেল ব্যাংকিং ম্যানুয়াল লঙ্ঘন করে বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজবাড়ী শাখায় গত ১ জুলাই ২০১৪ হতে ৩০ জুন ২০১৯ পর্যন্ত কর্মরত থাকাকালে প্রতারণা ও জাল জালিয়াতির মাধ্যম রেকর্ডপত্র তৈরি করে মোট ৩৪৬টি ঋণ নথি সৃজন করেন। এরপর এর বিপরীতে মোট ২ কোটি ২০ লাখ ১৯ হাজার টাকা ঋণ প্রদানের প্রস্তাব/সুপারিশ করে ঋণ নথি ব্যবস্থাপকের মাধ্যমে মঞ্জুর করে বিভিন্ন গ্রাহকের নাম ব্যবহার করে ঋণ প্রদান ও উত্তোলন করেন।

এভাবে বিভিন্ন সময়ে ১৭ লাখ ৭১ হাজার ৮১৮ টাকা নিজেরাই জমা করে অবশিষ্ট ২ কোটি ২ লাখ ৪৭ হাজার ১৮২ টাকা অর্পিত ক্ষমতার অপব্যবহারপূর্বক পরস্পর যোগসাজশে জমা না দিয়ে আত্মসাত ও আত্মসাতে সহায়তা করেন।

মামলার সত্যতা নিশ্চিত করে দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুয়া ঋণ নথি তৈরি করে আসামিরা পরস্পর যোগসাজশে বিপুল পরিমাণ টাকা আত্মসাত করেছেন।

(ঢাকাটাইমস/০৩মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

গাইবান্ধায় নির্বাচনি সহিংসতার মামলায় জনপ্রতিনিধি-আ.লীগ নেতাসহ কারাগারে ১১৯

টেকনাফ উপজেলা আ. লীগ সভাপতিকে কারাগারে পাঠালেন আদালত

বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, যুবক নিহত

ছয় ঘণ্টার বৃষ্টিতে ফের তলিয়ে গেছে সিলেট নগরী

বিলাইছড়িতে ইউপি চেয়ারম্যান হত্যা মামলায় ৪ আ.লীগ নেতা গ্রেপ্তার

দুই প্রার্থীর সমাবেশ ঘিরে বগুড়ার ধুন‌টে ১৪৪ ধারা জা‌রি

সামেকে ‘স্পাইন সার্জারি ইউনিট’ প্রতিষ্ঠা করতে চান ডা. পলাশ

বোয়ালমারীতে বালুবাহী ট্রাক্টরের চাপায় প্রাণ গেল কৃষকের

চাঁদপুরে নদীতে মাছ শিকারে গিয়ে যুবকের রহস্যজনক মৃত্যু

শেরপুর জেলা হাসপাতালে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার আইসিইউ-সিসিইউর যন্ত্রপাতি

এই বিভাগের সব খবর

শিরোনাম :