খুবির সামাজিক বিজ্ঞান স্কুলের নতুন ডিন অধ্যাপক আবু সাঈদ

খুবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ মার্চ ২০২৩, ২০:৪১

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সামাজিক বিজ্ঞান স্কুলের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ড. আব্দুল্লাহ আবু সাঈদ খান। রবিবার দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্বগ্রহণ করেন।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়। সদ্য বিদায়ী ডিন, অর্থনীতি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. নাসিফ আহসানের স্থলাভিষিক্ত হন তিনি।

অফিস আদেশে জানা যায়, সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মো. নাসিফ আহসান এর ডিনের মেয়াদ শনিবার (৪ মার্চ) শেষ হয়। খুবির আইন ১৯৯০ এর ২৮ (৫) ধারা মোতাবেক ওই স্কুলের অধিন সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের প্রফেসর ড. আব্দুল্লাহ আবু সাঈদ খানকে পরবর্তী ০২(দুই) বছর মেয়াদে সামাজিক বিজ্ঞান স্কুলের ডিনের দায়িত্ব দেয়া হয়। এ দায়িত্ব তিনি তার নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে পালন করবেন এবং বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক ভাতা প্রাপ্য হবেন।

এছাড়াও অধ্যাপক ড. আব্দুল্লাহ আবু সাঈদ খান বর্তমানে একই স্কুলের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

নবনিযুক্ত ডিন হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান স্কুলের একাডেমিক ও গবেষণা কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন৷

অর্থনীতি, সমাজবিজ্ঞান, উন্নয়ন অধ্যয়ন এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ নবনিযুক্ত ডিনকে অভিনন্দন জানান এবং বিদায়ী ডিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন৷

(ঢাকাটাইমস/০৫মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

‘প্রাচ্যের মানবিকতা ও ঐতিহ্যপূর্ণ সংস্কৃতির প্রাণশক্তি দিয়ে বিশ্বকে গড়ে তুলতে হবে’

‘শেখ হাসিনার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে ফিরে এসেছে বাংলাদেশের স্বয়ংসম্পূর্ণতা’

লেখাপড়ায় থিউরির পাশাপাশি ব্যবহারিক জ্ঞান অর্জন করতে হবে: চবি উপাচার্য

হাবিপ্রবিতে পক্ষকালব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন 

ইবিতে ১২ কোটি টাকা ব্যয়েও মিলছে না কাঙ্ক্ষিত পরিবহন সেবা

একাদশে পাঠদান শুরু ৩০ জুলাই

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের ফলাফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি কনসালটেন্ট সরোয়ারের মৃত্যুতে উপাচার্যের শোক

নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মানববন্ধন

ইউআইটিএস-এ সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিদায় সংবর্ধনা 

এই বিভাগের সব খবর

শিরোনাম :