সিরিজ জয়ে টাইগারদের অভিনন্দন

মো. খসরু চৌধুরী (সিআইপি)
 | প্রকাশিত : ১৪ মার্চ ২০২৩, ১২:৫১

বাংলাদেশে ক্রিকেটের ইতিহাস সময়ের সাথে ক্রমান্বয়ে সমৃদ্ধশালী। ১৯৯৯ সালে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট দল প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশগ্রহণ করে।

এরপর থেকে থেমে নেই টাইগারদের জয়যাত্রা।

রবিবার বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০-তে সিরিজ জয় করেছে টাইগাররা। তিন ম্যাচের একটি হাতে রেখেই এ অসামান্য কৃতিত্ব অর্জন করেছে সাকিব বাহিনী। এ জয়ের ফলে আগামী বছর ওয়েস্ট ইন্ডিজ টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ অংশ নেবে নতুন চেহারায়।

বন্দরনগরী চট্টগ্রামে প্রথম টি-২০ জিতে সিরিজে এগিয়ে গিয়েছিল স্বাগতিকরা। রবিবার দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করলেন সাকিব আল হাসানরা। বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে ইংল্যান্ডের বিরুদ্ধে যে কোনো ফরম্যাটে এটি প্রথম সিরিজ জয়।

বল হাতে মেহেদী হাসান মিরাজের ম্যাজিক এবং ব্যাট হাতে শান্ত ছন্দে টাইগাররা হয়ে ওঠে অপ্রতিরোধ্য। মাত্র ১২ রানে ৪ উইকেট এবং ব্যাট হাতে ১৬ বলে ২০ রান করে ম্যাচসেরা হন মিরাজ। আর ৪৭ বলে ৪৬ রানের হার না মানা ইনিংস খেলে সমর্থকদের হৃদয় জয় করেছেন শান্ত। রবিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং নেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১১৭ রানের বেশি করতে পারেনি ইংলিশরা। সর্বোচ্চ ২৮ রান করেন বেন ডাকেট। ১১৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৭ বল হাতে রেখে জিতে যায় বাংলাদেশ। সিরিজ নিশ্চিত হওয়ায় শেষ ম্যাচটি এখন হয়ে গেল কেবলই আনুষ্ঠানিকতার। দ্বিতীয় টি-২০-তে ইংল্যান্ড দল শুরু করেছিল বেশ দাপটের সঙ্গে। পাওয়ার প্লেতে মাত্র ১ উইকেট হারিয়ে ৫০ রান তুলতে সক্ষম হয় তারা। তবে এরপর নিজেদের আরও আগ্রাসী রূপ দেখাতে গিয়ে খেই হারিয়ে ফেলে তারা। ৭ রানে ৩ উইকেট পড়ে গেলে ব্যাকফুটে চলে যায় বিশ্বচ্যাম্পিয়নরা। মাত্র ১১৭ রানে সাজঘরে ফেরে ইংলিশ বাহিনী। যার মোকাবিলায় বাংলাদেশকে পুরো ম্যাচে কখনো সংশয়ে পড়তে হয়নি।

প্রতিপক্ষকে তিন ফরমেটে বেশ কয়েকবার ধবলধোলাই করেছে বাংলাদেশ। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: টেস্ট: ২০০৯ ওয়েস্ট ইন্ডিজ ২-০, ২০১৪ জিম্বাবুয়ে ৩-০, ২০১৮ ওয়েস্ট ইন্ডিজ ২-০।

ওয়ানডে: ২০০৬ কেনিয়া ৪-০, ২০০৬ কেনিয়া ৩-০, ২০০৬ জিম্বাবুয়ে ৪-০, ২০০৬ স্কটল্যান্ড ২-০, ২০০৮ আয়ারল্যান্ড ৩-০, ২০০৯ ওয়েস্ট ইন্ডিজ ৩-০, ২০১০ নিউজিল্যান্ড ৪-০, ২০১৩ নিউজিল্যান্ড ৩-০, ২০১৪ জিম্বাবুয়ে ৫-০, ২০১৫ পাকিস্তান ৩-০, ২০১৫ জিম্বাবুয়ে ৩-০, ২০১৮ জিম্বাবুয়ে ৩-০, ২০২০ জিম্বাবুয়ে ৩-০, ২০২১ ওয়েস্ট ইন্ডিজ ৩-০, ২০২১ জিম্বাবুয়ে ৩-০, ২০২২ ওয়েস্ট ইন্ডিজ ৩-০।

টি-টোয়েন্টি: ২০১২ আয়ারল্যান্ড ৩-০, ২০২০ জিম্বাবুয়ে ২-০, ২০২২ আমিরাত ২-০।

বিশ্ব চ্যম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে টি-২০-তে সিরিজ জয় করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন। স্বাধীনতার মাসে বাংলাদেশকে আরেকবার বিজয়ের স্বাদ এনে দেয়ায় বাংলাদেশ ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সেইসঙ্গে টাইগারদের জয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করছি।

পরিশেষে বলছি, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের হাত ধরে ক্রীড়াঙ্গনের প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে গেছে, উন্নতি করেছে। শুধু খেলা নয়, বাংলাদেশের প্রতিটি সেক্টরের উন্নয়নের মহানায়ক রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। তিনি বাঙালির একমাত্র ভরসা ও আশ্রয়স্থল। বিশ্ব পরিমণ্ডলের রোল মডেলের রূপকল্প গাঁথা একুশ শতকের বিচক্ষণ রাজনৈতিক মনীষী, সততার মূর্ত প্রতীক বিশ্বনেতা শেখ হাসিনাকে বিশ্ববাসী আজীবনের স্মরণ রাখবে।

লেখক: সহ সভাপতি বাংলাদেশ ভলিবল ফেডারেশন ও চেয়ারম্যান কে সি স্পোর্টিং ক্লাব।

সংবাদটি শেয়ার করুন

মতামত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :