গাজীপুরের বাসন এলাকায় সমাবেশ-অস্ত্র বহন নিষিদ্ধ

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ মার্চ ২০২৩, ১৯:৪৩
অ- অ+

গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকায় সবধরনের জনসমাবেশ, মিছিল-মিটিং, অস্ত্র বহন ও প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করেছে পুলিশ। এ আদেশ অমান্য করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। শনিবার মহানগর পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম এ আদেশ দেন।

গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (ডিবি ও মিডিয়া) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই আদেশে বলা হয়, সম্প্রতি বাসন থানার দিঘিরচালার ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের পূর্ব পাশে জনৈক ইসমাইল হোসেনের মেসার্স ইকবাল এন্টারপ্রাইজ নামে রড বাইন্ডিং কারখানায় জায়গা দখল নিয়ে ইসমাইল হোসেন ও রকিব সরকার সমর্থকদের মধ্যে সংঘাত, দখল ও পাল্টা দখলের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পক্ষ আবার ওই জায়গা দখলের চেষ্টা বা সমাগমের চেষ্টা করতে পারে বলে আশঙ্কা রয়েছে। এ অবস্থায় আইন-শৃঙ্খলা, শান্তি ও নিরাপত্তা রক্ষায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার শনিবার থেকে ওই স্থানে যে কোন ধরনের সমাবেশ, মিছিল-মিটিং, অস্ত্র বহন অথবা প্রদর্শন নিষিদ্ধ করেছে।

(ঢাকাটাইমস/১৮মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা