তুরস্ক ও সিরিয়াকে সাহায্যে সম্মেলনে বসছে দাতাগোষ্ঠী

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২০ মার্চ ২০২৩, ১৪:৩০
অ- অ+

তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য আন্তর্জাতিক দাতাদের কাছ থেকে তহবিল সংগ্রহের লক্ষে সম্মেলনের আয়োজন করছে ইউরোপীয় ইউনিয়ন। সোমবার ব্রাসেলসে এই সম্মেলন হতে যাচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

গত মাসে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলজুড়ে এবং যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার বিভিন্ন অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে উভয় দেশের অনেক নগরী লন্ডভন্ড হয়ে যায় এবং ৫০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারায়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ভাগ।

ভূমিকম্পের আঘাতে লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। জাতিসংঘের প্রাথমিক হিসেব অনুযায়ী, এতে কেবলমাত্র তুরস্কের ক্ষয়ক্ষতির পরিমাণ একশ বিলিয়ন ডলার হতে পারে।

ভূমিকম্পে বিধ্বস্ত অবস্থার মধ্যে গত সপ্তাহে তুরস্কের এই অঞ্চলে আকস্মিক বন্যায় ১৪ জনের মৃত্যু হয়েছে। বন্যা সেখানকার বাসিন্দাদের দুর্দশা আরো বাড়িয়েছে।

ইউএনডিপি চলতি মাসের শুরুতে জরুরি অর্থায়নের জন্য ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ডাকা সম্মেলনে তেমন সাড়া না পাওয়ার ব্যাপারে অসন্তোষ প্রকাশ করে।

আন্তর্জাতিক উদ্ধার কমিটি (আইআরসি) দাতাদের অন্তত তুরস্কের জন্য এক বিলিয়ন এবং সিরিয়ার জন্য ৩৯ কোটি ৭০ লাখ ডলার সম্পূর্ণ অর্থায়নের জন্য জাতিসংঘের জরুরি আবেদন নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

জাতিসংঘ বলেছে, তুরস্কের আবেদনের এখন পর্যন্ত মাত্র ১৬ শতাংশ পূরণ হয়েছে। এক্ষেত্রে সিরিয়ার পূরণ হয়েছে ৭২ শতাংশ।

আইআরসি সিরিয়া কান্ট্রি ডিরেক্টর তানিয়া ইভান্স বলেন, ভূমিকম্পের পর থেকে এক মাসেরও বেশি সময় পার হলেও ক্ষতিগ্রস্ত বিভিন্ন অঞ্চলের পরিস্থিতি এখনো হতাশাগ্রস্ত অবস্থায় রয়েছে।

(ঢাকাটাইমস/২০মার্চ/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজ হাসিনা-কামাল-মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনে দ্বিতীয় দিনের শুনানি
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ১০- একটি অসমাপ্ত কবিতার ঘরে ফেরা
২৭ দিনে দেশে ফিরলেন ৭৩ হাজার ৪৯৩ হাজি, ১০ জুন পর্যন্ত ফিরতি ফ্লাইট
মাস্কের নতুন দল গঠনকে ‘উদ্ভট’ বললেন ট্রাম্প, সমালোচনা করলেন নিজেরই নাসা প্রধানের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা