অবশেষে সালথা উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ মার্চ ২০২৩, ১০:৩৭| আপডেট : ২১ মার্চ ২০২৩, ১২:২৮
অ- অ+

অবশেষে ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি সেই রায় মোহন কুমারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ মার্চ) সন্ধ্যায় জেলার ভাঙ্গা উপজেলা সদর থেকে তাকে গ্রেপ্তার করে সালথা থানা পুলিশ। গত ১০ মার্চ এক কলেজছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তার বাবা ও চাচাকে পেটানোর অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক।

তিনি বলেন, গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা রায় মোহনের সঙ্গে একটি মেয়ের চার বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। গত দুই মাস ধরে তাদের সম্পর্ক ব্রেকআপ হয়। এই ঘটনাকে কেন্দ্র করে গত ১০ মার্চ উভয় পরিবারের লোকজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্থানীয়ভাবে সালিশ করে। সেই সালিশে উভয়ের লোকজনের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

(ঢাকাটাইমস/২১মার্চ/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে ১৪ জন আটক
ব্রহ্মপুত্র নদে ভেসে উঠল নিখোঁজ ২ ভাইয়ের মরদেহ
তাপপ্রবাহ থেকে সুরক্ষিত থাকতে যেসব নির্দেশনা দিল স্বাস্থ্য অধিদপ্তর
ঢাকাসহ ৫৬ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, আট জেলায় তীব্র
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা