বীরগঞ্জে অটোরিকশাচাপায় প্রাণ গেল শিশুর

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
 | প্রকাশিত : ৩১ মার্চ ২০২৩, ২০:২৫

দিনাজপুরের বীরগঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশাচাপায় তনু দেবনাথ (৫) নামে এক শিশুর মৃত্যুর হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) দুপুর ১২টার দিকে বীরগঞ্জ উপজেলার বীরগঞ্জ-গড়েয়া সড়কের পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তনু দেবনাথ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের বৈরবাড়ী তাতিপাড়া গ্রামের চন্দন দেবনাথের মেয়ে।

পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহাম্মদ সিদ্দিকী মানিক জানান, দুপুরে বাড়ির কাছে বোর্ড অফিস বাজারে খাবার কিনতে যায় তনু। খাবার কিনে ফেরার পথে দ্রুত গতি সম্পন্ন ব্যাটারি চালিত একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তনু মারা যান।

বীরগঞ্জ থানার এসআই মো. তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, চালকসহ অটোরিকশাকে আটক করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/৩১মার্চ/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :