আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাইকে হারাল গুজরাট

আহমেদাবাদে অনুষ্ঠিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬তম আসরের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৫ উইকেটে হারাল বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৭৮ রান তোলে চেন্নাই। জবাবে খেলতে নেমে ৪ বল ও ৫ উইকেট হাতে রেখেই জয় পেয়ে যায় গুজরাট।
রান তাড়া করতে নেমে ঝড়ো ব্যাটিং শুরু করেন গুজরাটের দুই ওপেনার। কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি ঋদ্ধিমান সাহা। ১৬ বলে ২৫ রান করেন তিনি। দ্বিতীয় উইকেটে নামা সাই সুদর্শনকে নিয়ে মাত্র ৩৩ বলে ৫৩ রানের জুটি গড়ে দলকে জয়ের ভিত এনে দেন শুভমান গিল।
২২ রানে সুদর্শন ও ৮ রানে পান্ডিয়া আউট হন। এদিকে ফিফটি পূরণের পর মাত্র ৩৬ বলে ৬৩ রান তোলেন গিল। বিজয় শংকর ফেরেন ২৭ রানে। পরে রাহুল তেয়াতিয়া ওয়া রশিদ খান মিলে জয় নিশ্চিত করেন। ১৪ রানে তেয়াতিয়া ও ১০ রানে রশিদ অপরাজিত থাকেন।
এর আগে টস জিতে চেন্নাইকে ব্যাট করতে পাঠান গুজরাটের দলনেতা হার্দিক পান্ডিয়া। টস হেরে ব্যাট করতে নেমে ১ রানেই সাজঘরে ফেরেন ওপেনার ডেভন কনওয়ে। তিনে নেমে ভালোই খেলছিলেন মঈন আলী। সাজঘরে ফেরার আগে ১৭ বল করেন ২৩ রান।
ব্যাট হাতে সুবিধা করতে পারেননি বেন স্টোকস। ফেরেন ৭ রানে। রাইডুর ব্যাট থেকে আসে ১২ রানে।
এদিকে পর এক উইকেট পড়লেও আপনতালেই খেলে যান ওপেনার রুতুরাজ গায়কোয়াড়। ২৩ বলে ফিফটি তুলেন নেন তিনি। মাত্র ৫০ বলে ৯২ রানে আউট হন তিনি।
পরে ডুবে ১৯ ও জাদেজা ১ রান করেন। ৭ বলে ১৪ রানে অপরাজিত থাকেন ধোনি। স্যান্টনার মাঠ ছাড়েন ১ রানে।
(ঢাকাটাইমস/০১এপ্রিল/এমএম)
সংবাদটি শেয়ার করুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত
খেলাধুলা এর সর্বশেষ

সৌদি আরবেই যাচ্ছেন বেনজেমা!

কিংয়ের সেঞ্চুরিতে সহজ জয় উইন্ডিজের

শেষ ম্যাচ জিতে শিরোপা উৎসব নাপোলির

বিদায়ী ম্যাচে বেনজেমার গোল, বিলবাওয়ের সঙ্গে রিয়ালের ড্র

ফুটবলকে বিদায় জানালেন জ্লাতন ইব্রাহিমোভিচ

১৪৬ বছরের টেস্ট ইতিহাসে বিরল কীর্তি স্টোকসের

আফগানিস্তানের বিপক্ষে টেস্টের নেতৃত্বে লিটন, নতুন মুখ দুই

বড় জয়ে সিরিজ সমতায় লঙ্কানরা

রিয়াল অধ্যায় শেষ করিম বেনজেমার
