এশিয়া কাপ: জেনে নিন বাংলাদেশ-ভারতের সেমিফাইনাল কবে কখন

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জুলাই ২০২৪, ১৮:০৬
অ- অ+

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে বিশাল ব্যবধানে জয় পেয়ে চলমান এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছিলো বাংলাদেশের মেয়েরা। তবে, কাগজে-কলমে তখনও হিসাব বাকি ছিল। অবশেষে সব জটিল হিসেব-নিকেশ শেষ করে এক আসর পর ফের শেষ চারে জায়গা করে নিলো বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মালয়েশিয়াকে ১১৪ রানে হারিয়ে সেমিতে উঠেছে টাইগ্রেসরা। অন্যদিকে শেষ দল হিসেবে স্বাগতিক শ্রীলঙ্কাও ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে।

‌‘বি’ গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে যদি বড় ব্যবধানে হারিয় দেয় থাইল্যান্ডের মেয়েরা! তখন বাদ পড়তে হতে পারে নিগার সুলতানা জ্যোতিদেরই। কিন্তু না, তেমন কোনো কিছুই ঘটেনি।

বুধবার (২৪ জুলাই) গ্রুপ পর্বের শেষ ম্যাচে থাইল্যান্ডকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা। টানা ৩ জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই সেমিফাইনাল নিশ্চিত করে শ্রীলঙ্কা। ‌‘বি’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে রানারআপ বাংলাদেশেরও শেষ চার নিশ্চিত হয়।

চলমান নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। ‘এ’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েই সেমিতে উঠেছে ভারত। সেমিফাইনালে লঙ্কানরা মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের রানারআপ পাকিস্তানের।

ডাম্বুলার রানগিরি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার (২৬ জুলাই) টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতিরা। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

একই দিন একই মাঠে দিনের দ্বিতীয় ম্যাচ তথা দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান এবং শ্রীলঙ্কার মেয়েরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটা।

(ঢাকাটাইমস/২৫ জুলাই/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছোট পোশাক তারাই পরবে, যাদের মানায়: সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মিম
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি লিটন গ্রেপ্তার
নিজ স্বার্থে সীমান্তের ওপারে যোগাযোগ রাখবে বাংলাদেশ, কে কী বলল যায় আসে না: নিরাপত্তা উপদেষ্টা
বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন সামিত সোম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা