এশিয়া কাপের ফাইনালে উঠতে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

শ্রীলঙ্কায় বসেছে নারী এশিয়া কাপের নবম আসর। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবারের এশিয়া কাপও গড়াছে সংক্ষিপ্ত এই ফরম্যাটে। টুর্নামেন্টের শেষ চার নিশ্চিত করেছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও স্বাগতিক শ্রীলঙ্কা। চলতি এই আসরের প্রথম সেমিফাইনাল মাঠে গড়াবে আজ। যেখানে ভারত নারী দলের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। আসরের হট ফেভারিটদের হারিয়ে ফাইয়ানলের টিকিট পেতে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে টাইগ্রেসদের সামনে।
আজ শুক্রবার শ্রীলঙ্কার ডাম্বুলায় ভারতের বিপক্ষে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে বিশাল ব্যবধানে জয় পেয়ে চলমান এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছিলো বাংলাদেশের মেয়েরা। তবে, কাগজে-কলমে তখনও হিসাব বাকি ছিল। অবশেষে সব জটিল হিসেব-নিকেশ শেষ করে এক আসর পর ফের শেষ চারে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মালয়েশিয়াকে ১১৪ রানে হারিয়ে সেমিতে উঠে টাইগ্রেসরা। অন্যদিকে শেষ দল হিসেবে স্বাগতিক শ্রীলঙ্কাও ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে।
পূর্ব নির্ধারিত নিয়ম অনুযায়ী এক গ্রুপের চ্যাম্পিয়ন দল খেলবে অপর গ্রুপের রানারআপের বিপক্ষে। তাই প্রতিপক্ষ হিসেবে ভারতকেই পেয়েছে বাংলাদেশ।
এশিয়া কাপের ৯ আসরের মাঝে ৮ বারই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। হারমানপ্রীত কৌরের দল চলতি বছরেই বাংলাদেশকে ঘরের মাঠে হোয়াইটওয়াশের লজ্জা দিয়েছিল। সে বিবেচনায় বাংলাদেশের সামনে বড় বাধা ভারত।
বাংলাদেশ স্কোয়াড-
নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার, দিলারা আক্তার, ইসমা তানজিম, জাহানারা আলম, মারুফা আক্তার, মুর্শিদা খাতুন, রাবেয়া খান, রিতু মণি, রুবাইয়া হায়দার, রুমানা আহমেদ, সাবিকুন্নাহার জেসমিন, শরিফা খাতুন, স্বর্ণা আক্তার ও সুলতানা খাতুন।
ভারত স্কোয়াড-
হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্দানা, উমায়া শেঠি, রিকা ঘোষ, দেয়ালান হেমলতা, তানুজা কানৌর, অরুন্ধুতি রেড্ডি, রেনুকা সিং, জেমিমা রদ্রিগেজ, সজীবন সানজানা, শেফালি ভার্মা, দীপ্তি শর্মা, আশা সুবহানা, পূজা ভাস্কর ও রাদা যাদব।
(ঢাকাটাইমস/২৬ জুলাই/এনবিডব্লিউ)

মন্তব্য করুন