বান্দরবানে সন্ত্রাসীদের দুই পক্ষের গোলাগুলিতে নিহত ৮

বান্দরবান প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ১৮:০৭ | প্রকাশিত : ০৭ এপ্রিল ২০২৩, ১৪:০৮

বান্দরবানের রোয়াংছড়ির পাহাড়ে আধিপত্য বিস্তারের জেরে সন্ত্রাসীদের দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে আটজন নিহত হয়েছেন।

শুক্রবার দুপুরে রোয়াংছড়ির খামতাম পাড়ায় এ ঘটনা ঘটে।

কেএনএফ এবং ইউপিডিএফ-সংস্কার এর মধ্যে এ গোলাগুলি হয়েছে বলে স্থানীয় সূত্রের দাবি। তবে এ তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান আটজনের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।

নিহতের মধ্যে সাত জনের পরিচয় মিলেছে। তারা হলেন- ভান দু বম, সাং খুম, সান ফির থাং বম, বয় রেম বম, জাহিম বম, লাল লিয়ান ঙাক বম ও লাল ঠা জার বম।

এ ঘটনার পর খামতাম পাড়া এলাকায় পাড়াবাসীরা যেন আতঙ্কে না থাকেন সেজন্য নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছেন বান্দরবান পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম। তিনি বলেন, রোয়াংছড়ি খামতাম পাড়া এলাকার প্রাথমিক বিদ্যালয়ের পাশে ৮ জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। তাদের বান্দরবান সদর হাসপাতাল মর্গে আনা হয়েছে। তবে কে বা কারা তাদের হত্যা করেছে তা জানা যায়নি।

বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এছাড়া পাহাড়ের সার্বিক নিরাপত্তার জন্য পাহাড়ে পুলিশি নিরাপত্তা জোরদার ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলেও জানান তিনি।

লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতাল মর্গে নিয়েছে পুলিশ। বর্তমানে ময়নাতদন্ত শেষে ৮ মরদেহ সদর হাসপাতালের মর্গে রয়েছে বলেও জানান পুলিশ সুপার।

এদিকে নাম না প্রকাশ করার শর্তে স্থানীয়রা জানান, নিহতরা সবাই কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর সদস্য। তবে প্রতিপক্ষ ইউপিডিএফ গণতান্ত্রিক নাকি জেএসএস সংস্কার তা জানাতে পারেনি। কি কারণে এ গোলাগুলির ঘটনা তাও জানাতে পারেনি স্থানীয়রা।

(ঢাকাটাইমস/০৭এপ্রিল/এসএ/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :