বিচার বিক্রি করলে সেই জজের বিরুদ্ধে ব্যবস্থা: প্রধান বিচারপতি

যে জজ বিচার বিক্রি করবেন- তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থাগ্রহণ করা হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
বুধবার দুপুরে ঝিনাইদহ বার ভবনে আইনজীবীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, দুর্নীতি একটা ক্যানসার। আমার হাতে পাঁচটা আঙ্গুল আছে, যদি একটি আঙ্গুলে ক্যানসার হয়- তাহলে বড় চিকিৎসা হয়েছে সেটা কেটে ফেলা। তাই যে জজ বিচার বিক্রি করেন, সে জজকে আঙ্গুল হিসেবে কেটে ফেলতে আমি একটু দ্বিধাবোধ করব না। একজন জজ যদি বিচারের মাধ্যমে একজনের সম্পদ অন্যজনের দিয়ে দেন, তাহলে তিনি ডাকাতের চেয়েও খারাপ। এমন অন্যায়ের জন্য আমরা যুদ্ধ করিনি। যদি কোনো জজের বিরুদ্ধে এমন অভিযোগ পান- জানালে সঙ্গে সঙ্গে ব্যবস্থাগ্রহণ করব।
তিনি আরও বলেন, ‘এদেশের মানুষ যাতে স্বল্প সময়ে ন্যায়বিচার পান সেটা আমাদের লক্ষ্য। সৃষ্ট মামলাজট নিরসনে বিচারকদের বলা হয়েছে। আদালতে সেবা নিতে আশা মানুষ যাতে কোনো কষ্টে না পড়েন সেদিকেও নজর রাখছি। আদালতে বিচারপ্রার্থীদের বিশ্রামের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দ থেকে এ ন্যায়কুঞ্জ নির্মাণ করা হচ্ছে।’
অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ নাজিমুদ্দৌলা, জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, পুলিশ সুপার আশিকুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি রবিউল ইসলাম, সরকারি কৌঁসুলি বিকাশ কুমার ঘোষ, পিপি অ্যাডভোকেট ইসমাইল হোসেনসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন।
এর আগে জেলা জজ আদালত প্রাঙ্গণে প্রধান বিচারপতি ‘ন্যায়কুঞ্জ’র ভিত্তিপ্রস্তর স্থাপন ও গাছের চারা রোপন করেন।
(ঢাকাটাইমস/১২এপ্রিল/এলএ)

মন্তব্য করুন