দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ এপ্রিল ২০২৩, ২২:৩২

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছেন ওই দেশের সন্ত্রাসীরা। নিহত জামাল শেখ (৩৮) মাদারীপুরের রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের মৃত রত্তন শেখের ছেলে।

দক্ষিণ আফ্রিকা থেকে রাজৈরের গ্রামের বাড়িতে এ সংবাদ আসার পর থেকে তার স্ত্রী ও সন্তানদের কান্নায় বাতাস ভারি হয়ে ওঠে।

শুক্রবার বাংলাদেশি সময় রাত ১০টায় এ ঘটনা ঘটার পর নিহত জামাল শেখের পরিবারের কাছে এই খবর আসে শ‌নিবার সন্ধ্যায়।

সরেজমিন জানা গেছে, নিহত জামাল শেখ (৩৮) ভাগ্যের চাকা ঘুরানোর জন্য ৬ বছর আগে দেশ থেকে সাউথ আফ্রিকায় যান। পরে সাউথ আফ্রিকার ইস্টার্ন কেঁপ প্রভিনসের আমটাটার চলো পুলিশ স্টেশনের এমজি নামক গ্রামে দোকান দিয়ে ব্যবসা শুরু করেন। ১০ দিন আগে দক্ষিণ আফ্রিকান স্থানীয় সন্ত্রাসীরা জামালের দোকানে এসে কোল্ড ড্রিংকস ও চাঁদা দাবি করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ ঘটনার জের ধরে শুক্রবার রাত ১০টার দিকে সন্ত্রাসীরা তার দোকানে এসে গুলি করে চলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

নিহত প্রবাসীর ছেলে সিয়াম শেখ (১৬) জানায়, দক্ষিণ আফ্রিকার সময় শুক্রবার সন্ধ্যায় পাঁচজন সন্ত্রাসী আমার বাবার দোকানে মাল কিনতে আসে, তখন সন্ত্রাসীরা বন্দুক দিয়ে গুলি করে হত্যা করে।

নিহতের পরিবার ও স্থানীয়রা তার মরদেহ বাংলাদেশে নিয়ে আসার জন্য সরকারের সহযোগিতা চেয়েছেন।

রাজৈর থানার ওসি আলমগীর হোসেন জানান, এই মর্মান্তিক ঘটনার খবর পেয়েছি। লাশ দেশে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে।

(ঢাকাটাইমস/১৫এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :