ঈদ উপলক্ষে ৬ দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দর

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বুধবার (১৯ এপ্রিল) থেকে আগামী মঙ্গলবার (২৫ এপ্রিল) পর্যন্ত ৬ দিন সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দর।
বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সোনামসজিদ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ।
সোনামসজিদ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ জানান, বুধবার থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দরে আগামী ৬ দিন সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে, আগামী ২৫ এপ্রিল বুধবার থেকে বন্দরে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।
এদিকে সোনামসজিদ স্থল শুল্ক ষ্টেশনের সহকারী কমিশনার প্রভাত কুমার সিংহ জানান, পবিত্র ঈদুল ফিতরের ছুটি উপলক্ষে বন্দরে কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন বিভাগ খোলা থাকবে এবং দুদেশের পাসপোর্টধারী যাত্রীরা এ পথ দিয়ে যেতে পারবে।
(ঢাকাটাইমস/১৯এপ্রিল/এসএ)

মন্তব্য করুন