হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
| আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, ১৪:৪৫ | প্রকাশিত : ২৩ এপ্রিল ২০২৩, ১৪:১০

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার গোলাঘাট হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে রমজান মিয়া (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। একই সময়ে মুকিদ মিয়া (২৫)নামে ১ যুবক আহত হন।

রবিবার সকালে সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়ন গোলাঘাট হাওরে এ ঘটনা ঘটে।

নিহত রমজান মিয়া উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়ন কুকুর কান্দি গ্রামের হাছন আলীর ছেলে ও আহত মোকিদ মিয়া (২৫) একেই গ্রামের আব্দুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের কুকুর কান্দি গ্রামসহ কয়েকটি গ্রামের ১২ জন যুবক মিলে সকালে গোলাঘাট হাওরে এক কৃষকের জমির ধান কাটতে যায়। ধান কাটা অবস্থায় সকাল সাড়ে ন'টায় সময় বৃষ্টি ও প্রচণ্ড বাতাস শুরু হলে হাওর থেকে নিরাপদে যাওয়ার পথেই রমজান মিয়া (১৫) ও মুকিদ মিয়া (২৫) বজ্রপাতে আক্রান্ত হয়ে গুরুতর আহত হয়। এসময় তাদের সাথে থাকা সহযোগীরা উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক রমজান মিয়া (১৫)কে মৃত ঘোষণা করে। আর মুকিদ মিয়ার অবস্থা আশঙ্কাজনক হলে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

তাহিরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মামুন এসব খবর নিশ্চিত করেন।

(ঢাকাটাইমস/১৩এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :