যে কারণে থাইল্যান্ড গেলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ জুলাই ২০২৪, ১১:৫৩
অ- অ+

সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে ভালো ছড়াতে পারেননি তিনি। বিশ্বকাপের পর থেকেই বিশ্রামে রয়েছেন তিনি। পাকিস্তান সিরিজ দিয়ে মাঠে ফিরবেন এই টাইগার অধিনায়ক। তবে এর আগেই থাইল্যান্ডে পাড়ি জমিয়েছেন শান্ত।

বৃহস্পতিবার (২৫ জুলাই) থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন শান্ত। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী। মূলত গলার সমস্যা নিয়ে থাইল্যান্ড গেছেন তিনি। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন তিনি।

দেবাশীষ চৌধুরী বলেন, শান্তর সমস্যা তেমন জটিল কিছু না। গলার সামান্য সমস্যা অনুভব করছিলেন তিনি। যে কারণেই মূলত এই সফর। খেলা সংক্রান্ত কোনো চোট নয় এটি। ব্যক্তিগত সফর হিসেবেই থাইল্যান্ড গেছেন শান্ত।

আগামী আগস্টে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সেই লক্ষ্যে অনুশীলনের জন্য আজ চট্টগ্রামে গেছেন লিটন দাস, হাসান মাহমুদ, সৌম্য সরকার, রিশাদ হোসেন, তানজিম হাসান, তানভীর ইসলাম, মোসাদ্দেক হোসেন ও জাকের আলী।

পাকিস্তান সফরের এই দুই টেস্ট আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে হবে। রাওয়ালপিন্ডিতে ২১ আগস্ট শুরু হবে প্রথম টেস্ট। করাচিতে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ আগস্ট।

এছাড়া আগামী ৬ আগস্ট পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ‘এ’ দল। সেখানে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি এক দিনের ম্যাচ খেলবে তারা।

(ঢাকাটাইমস/২৬ জুলাই/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছোট পোশাক তারাই পরবে, যাদের মানায়: সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মিম
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি লিটন গ্রেপ্তার
নিজ স্বার্থে সীমান্তের ওপারে যোগাযোগ রাখবে বাংলাদেশ, কে কী বলল যায় আসে না: নিরাপত্তা উপদেষ্টা
বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন সামিত সোম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা