চট্টগ্রামে অটোরিকশার ‘সিলিন্ডার বিস্ফোরণে’ একই পরিবারের ৫ জন দগ্ধ

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২৩, ১৫:৩০| আপডেট : ২৪ এপ্রিল ২০২৩, ১৫:৪৩
অ- অ+

বন্দরনগরী চট্টগ্রামের বাকলিয়ার শাহ আমানত সেতু এলাকায় চলন্ত অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। সোমবার দুপুরে শাহ আমানত সেতুর গোল চত্বরে এ অগ্নিকাণ্ড ঘটে পুলিশ জানিয়েছে।

বাকলিয়া থানার ওসি আব্দুর রহিম জানান, শিকলবাহা এলাকা থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি বহদ্দারহাট যাওয়ার পথে শাহ আমানত সেতু পার হয়ে গোল চত্বরে আসার পর সেটিতে আগুন ধরে যায়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

দগ্ধরা হলেন, বিলকিস বেগম (২৮), জোসনা বেগম (২৮), সাথী আক্তার (১৭), জান্নাত (৫) ও কায়েনাত (৩)। তাদের বাড়ি কর্ণফুলী উপজেলার উত্তর শিকলবাহা গোদার পাড়।

ওসি আব্দুর রহিম বলেন, ‘দগ্ধ পাঁচজন একই পরিবারের সদস্য। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। যাত্রীদের হাসপাতালে নেওয়ার সময় অটো চালক স্থানীয়দের সঙ্গে থাকলেও পরে পালিয়ে যান।’

(ঢাকাটাইমস/২৪এপ্রিল/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে ১৪ জন আটক
ব্রহ্মপুত্র নদে ভেসে উঠল নিখোঁজ ২ ভাইয়ের মরদেহ
তাপপ্রবাহ থেকে সুরক্ষিত থাকতে যেসব নির্দেশনা দিল স্বাস্থ্য অধিদপ্তর
ঢাকাসহ ৫৬ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, আট জেলায় তীব্র
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা