‘ফখরুলের আনুগত্য পাকিস্তানের প্রতি, এ দেশের রাষ্ট্রপতির প্রতি নয়’
‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতির প্রতি আনুগত্য নাই, তার আনুগত্য পাকিস্তানের রাষ্ট্রপতির প্রতি। তাই তাকে অনুরোধ করব- তিনি পাকিস্তানে ফিরে যাক।’ এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্মা সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম। তিনি মঙ্গলবার বিকাল ৬টার দিকে মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের জনসভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন।
আওয়ামী লীগের যুগ্মা সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি-জামায়াতিদের রাজনীতি হলো- বাংলাদেশবিরোধী রাজনীতি, সংবিধানবিরোধী রাজনীতি। এ দেশে গণতন্ত্র শক্তিশালী হোক- এটা বিএনপি চায় না। যে কারণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নবনির্বাচিত রাষ্ট্রপতির প্রতি তার কোন আনুগত্য নেই, শ্রদ্ধাবোধ নেই। তার শ্রদ্ধাবোধ হলো পাকিস্তানের প্রতি। তার মতে পাকিস্তান হলো ভালো দেশ। তাই তিনি পাকিস্তানের ফিরে যাক এবং সেদেশের রাষ্ট্রপতির প্রতি আনুগত্য প্রকাশ করুক।
এসময় আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম নবনির্বাচিত রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের আহবান জানান।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, যুগ্মা সাধারণ সম্পাদক ও মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, রাজৈর উপজেলা আওয়ামী লীগের যুগ্মা আহবায়ক সিদ্দিকুর রহমান, রাজৈর পৌরসভার মেয়র নাজমা রশীদ।
সভায় সভাপতিত্ব করেন পাইকপাড়া আওয়ামী লীগের সভাপতি শাহাদাত হোসেন মিয়া।
(ঢাকাটাইমস/২৫এপ্রিল/এলএ)