রাজবাড়ীতে বৃষ্টির সঙ্গে পাঁচ কেজি ওজনের শিল, ফেসবুকে ভাইরাল

রাজবাড়ীর পাংশায় বৃষ্টির সঙ্গে বিশাল আকারের একটি শিল পড়েছে। শনিবার বিকালে উপজেলা পরিষদ চত্বরের পাশে চান্দুর মোড় এলাকায় বৃষ্টির সময় এটি পড়েছে বলে জানান স্থানীয়রা। মুহূর্তে সেই শিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী মুদি দোকানদার হালিম বিশ্বাস বলেন, বিকালে ঝড়-বৃষ্টির সাথে শিলাবৃষ্টি শুরু হয়। এ সময় হঠাৎ আমার দোকানের পাশে বিশাল বড় একটি শিল পড়ে। বৃষ্টি কমার পর হাতে নিয়ে অনুমান করি ওজন হবে পাঁচ কেজির মত।
পথচারী অশোক কুমার শীল বলেন, ঝড়বৃষ্টি থামার পর এখানে এসে শুনি বড় একটি শিল পড়েছে। শিলটি দেখার পরও বিশ্বাস করতে পারছি না- এত বড় শিল পড়তে পারে!
স্থানীয় সাংবাদিক আল-আমিন বলেন, এত বড় শিল আমি জীবনেও দেখি নাই। আজই প্রথম দেখলাম। বৃষ্টি শেষে প্রেসক্লাব থেকে হইচই শুনতে পাই। এসে দেখি, হালিম বিশ্বাস বড় একটি শিল হাতে ধরে দাঁড়িয়ে আছে।
আল-আমিন হোসেন আরও বলেন, শিলটি পড়ে ভেঙে যাওয়ার পরও তিন চার কেজি ওজন হবে। এক নজর শিলটি দেখার জন্য স্থানীয়রা ভিড় করছে।
উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ বলেন, বিষয়টি আমি শোনার পর দেখতে যাই। সত্যি দেখলাম বিশাল আকৃতির এক শিল।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, পাঁচ কেজি ওজনের শিল পড়েছে এমন খবর আমিও পেয়েছি।
(ঢাকাটাইমস/২৯এপ্রিল/এলএ)

মন্তব্য করুন