রাজবাড়ীতে পৃথক বজ্রপাতে ২ জনের মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দি ও কালুখালীতে পৃথক বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়াও এক নারী আহত হয়েছেন।
বুধবার বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে এই বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জেলার কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের মদাপুর গ্রামের মৃত ভসু সিংয়ের ছেলে কমুদ সিং (৪০) ও বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বিলপাকুরিয়া গ্রামের সামাদ জোয়াদ্দারের ছেলে ইমদাদুল জোয়াদ্দার (২৮)।
এ ছাড়াও বজ্রপাতে আহত হয়েছেন, উপজেলার বহরপুর ইউনিয়নের খালকুলা গ্রামে আকমল শেখের স্ত্রী রূপারী বেগম (২৬) গুরুতর আহত হোন। বর্তমানে তিনি বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
বালিয়াকান্দি উপজেলায় বজ্রপাতে নিহত ইমদাদুল জোয়াদ্দারের স্বজনেরা জানান, বুধবার বেলা ৪টার দিকে নিজ বাড়ি থেকে লিচু বাগান দেখার জন্য বের হোন। এ সময় বজ্রপাত শুরু হলে তিনি বাড়ি ফেরার উদ্দেশ্যে দৌড় দেন। হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হোন। তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. সাইফুল ইসলাম তাকে মৃত বলে ঘোষণা করেন।
অন্যদিকে, কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান (মজনু) কমুদ সিং এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সে বজ্রপাতের সময় ভুট্টা খেতে ভুট্টা তুলছিল।
এ সময় হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ছবি দেয়া আছে।
(ঢাকাটাইমস/১০মে/এআর)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় নিহত ৩

পঞ্চগড়ে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

বোরহানউদ্দিনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

দেশের উন্নয়ন চাইলে শেখ হাসিনাকে ভোট দিতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

রামগড়ে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ

প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত চেয়ে তিন সাংবাদিকের রিট

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: কাজী জাফরউল্লাহ

উত্তাল সমুদ্র, নিরাপদ আশ্রয়ে ফিরেছে শত শত মাছ ধরা ট্রলার

সুনামগঞ্জে সড়কের নির্মাণকাজ উদ্বোধন
