ঘূর্ণিঝড় মোখা: ভাসানচরে রোহিঙ্গাদের নিয়ে রেড ক্রিসেন্টের বিশেষ পরিকল্পনা

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১২ মে ২০২৩, ১৬:১০ | প্রকাশিত : ১২ মে ২০২৩, ১৬:০৫

ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় ভাসানচরে অবস্থানরত ৩০ হাজার রোহিঙ্গাকে নিয়ে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে রেডক্রিসেন্ট সোসাইটি। এছাড়া নোয়াখালীতে সংস্থাটির পাঁচ শতাধিক প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী প্রস্তুত রাখা হয়েছে।

শুক্রবার সকালে এ তথ্য জানিয়েছেন রেড ক্রিসেন্টের জেলা ইউনিটের সেক্রেটারি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন।

তিনি বলেন, আগের যেকোনও দুর্যোগে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকরা মানুষের পাশে ছিলো। আসন্ন ঘূর্ণিঝড় মোকাবিলায় স্বেচ্ছাসেবীরা বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছে। ইতোমধ্যে জরুরি পরিস্থিতি মোকাবিলায় পাঁচ লাখ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে।

এবারের ঘূর্ণিঝড়ে নোয়াখালী অঞ্চলের বড় চ্যালেঞ্জ ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গাদের নিরাপত্তা দেওয়া। আমরা সে লক্ষ্যে রেড ক্রিসেন্ট এর পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নিয়েছি। জরুরী পরিস্থিতিতে ভাসানচরের বিশ হাজার রোহিঙ্গাকে দ্রুত অন্যত্রে সরিয়ে রাখার মত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের জন্য তাবুসহ অন্যান্য সরঞ্জামাদি প্রস্তুত করা হয়েছে। আবহাওয়া অফিসের সঙ্গে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী জেলা ইউনিটের উপ-পরিচালক নুরুল করিম, যুব প্রধান সানুচিং মারমা বীথি, আরাফাত রহমান।

এর আগে বৃহস্পতিবার বিকালে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে ‘ঘূর্ণিঝড় মোখা’ মোকাবেলা ও দুর্যোগ পরবর্তীতে করণীয় সম্পর্কে জেলা প্রশাসনসহ সরকারি-বেসরকারিভাবে উদ্যোগের বিষয়ে প্রস্তুতি সভা করা হয়েছে। এতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান সভাপতিত্ব করেন।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় মোখা: নিরাপদ আশ্রয়ে ছুটছেন সেন্টমার্টিনের বাসিন্দারা

প্রসঙ্গত, রবিবার দুপুরে বাংলাদেশের কক্সবাজার ও মিয়ানমারের কায়াকপুরে আঘাত হানতে পারে প্রবল ঘূর্ণিঝড় মোকা। এ সময় গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৫০ থেকে ১৬০ কিলোমিটার। শুক্রবার কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

(ঢাকাটাইমস/১২মে/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :