সূর্যের সেঞ্চুরিতে প্লে-অফের পথে মুম্বাই

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৩ মে ২০২৩, ১৫:৫০

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শুক্রবার রাতে সূর্যকুমার যাদবের প্রথম সেঞ্চুরিতে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের বিপক্ষে ২৭ রানে জিতে প্লে-পথে এগোচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। ম্যাচের শুরুতে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ২১৮ রান তুলে মুম্বাই। জবাবে খেলতে নেমে ১৯১ রানে থেমেছে গুজরাট।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন গুজরাটের দলনেতা হর্দিক পান্ডিয়া। ব্যাট হাতে নেমে মুম্বাইয়ের দুই ওপেনার ইশান কিষান ৩১ ও অধিনায়ক রোহিত শর্মা ২৯ রানে আউট হন। ৭ বলে ১৫ রান করেন আউট হন নেহাল ওয়াধেরা।

এদিকে তিন নম্বরে নেমে মুম্বাইয়ের ইনিংসের শেষ বলে ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করেন সূর্য। ৪৯ বলে ১১টি চার ও ৬টি ছক্কায় অপরাজিত ১০৩ রান করেন তিনি। এছাড়া ২০ ০বলে ৩০ রান করেন বিষ্ণু বিনোদ। টিম ডেভিড করেন ৩ বলে ৫ রান। আর ৩ বলে ৩ রান করে অপরাজিত থাকেন ক্যামেরন গ্রিন।

গুজরাট টাইটান্সের আফগান স্পিনার রশিদ খান মাত্র ৩০ রানের খরচায় নিয়েছেন চারটি উইকেট নেন। আর একটি উইকেটের দেখা পেয়েছেন মুহিত শর্মা।

হাই-স্কোরিং ম্যাচে রান তাড়া করতে নেমে মুম্বাইয়ের বোলারদের দারুণ বোলিংয়ে মাত্র ১০৩ রানে ৮ উইকেট হারায় গুজরাট। ঋদ্ধিমান সাহা ২, শুভমান গিল ৬, হার্দিক পান্ডিয়া ৪, বিজয় শঙ্কর ২৯, ডেভিড মিলার ৪১, অভিনব মনোহর ২ এবং আফগান ক্রিকেটার নুর আহমেদ আউট হন ১ রানে।

এ অবস্থায় বড় ব্যবধানে হারের মুখে পড়ে গুজরাট। কিন্তু আট নম্বরে নেমে ব্যাট হাতে ঝড় তুলেন রশিদ। ১০টি ছক্কা ও ৩টি চারে ২৪৭ স্ট্রাইক রেটে ৩২ বলে অপরাজিত ৭৯ রান করেন রশিদ। তবে হার এড়ানো সম্ভব হয়নি। এদিকে ১২ বল খেলে ৭ রান করেন আলযারি জোসেফ।

(ঢাকাটাইমস/১৩মে/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বাংলাদেশে আবারো শুরু হচ্ছে বার্সা একাডেমির ট্রেনিং ক্যাম্প

বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ!

বিশ্বকাপে কোনো প্রস্তুতি ম্যাচ খেলা হচ্ছে না নিউজিল্যান্ডের

কবে উন্মোচন করা হবে টাইগারদের বিশ্বকাপ জার্সি?

বিশ্বকাপের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্রের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

বাংলাদেশের বিশ্বকাপ দলকে নিয়ে যে বার্তা দিলেন মাশরাফি

অবসরের ঘোষণা দিলেন ভারতীয় কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রী

বিশ্বকাপ খেলতে মধ্যরাতে দেশ ছেড়েছে বাংলাদেশ দল

তাসকিনের বিশ্বকাপ খেলা নিয়ে বড় সুখবর দিলেন শান্ত

সাইফউদ্দিনের বদলে সাকিবকে দলে নেওয়ার নতুন ব্যাখ্যা দিলেন হাথুরু-শান্ত

এই বিভাগের সব খবর

শিরোনাম :