মদনে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

মদন (নেত্রকোনা) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ মে ২০২৩, ২২:৫৮
অ- অ+

নেত্রকোনার মদনে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। রবিবার (১৪ মে) ভুক্তভোগী কিশোরীর মা তৌহিদুল ইসলাম (২৫) নামের এক যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

মামলার পরপরই অভিযুক্ত যুবক তৌহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মদন পৌরসভার জাহাঙ্গীরপুর দক্ষিণ পাড়া গ্রামের রিপন মিয়ার ছেলে।

গ্রেপ্তারকৃতকে রবিবার বিকালে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, তৌহিদুল ইসলাম ভুক্তভোগী ওই প্রতিবন্ধী কিশোরীকে প্রায় সময়ই বিরক্ত করতেন। শনিবার দিবাগত রাত ১২টার দিকে ওই কিশোরী প্রকৃতির ডাকে বাইরে যায়। সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা অভিযুক্ত তৌহিদুল ইসলাম কিশোরীকে জোরপূর্বক পাশের একটি ঘরে নিয়ে ধর্ষণ করেন। পরে ভুক্তভোগী কিশোরী বিষয়টি তার পরিবারের লোকজনকে জানালে তার মা রবিবার মদন থানায় একটি মামলা দায়ের করেন।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে রবিবার নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১৪মে/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তুরস্কের তৈরি ৩০০-৪০০ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান, দাবি ভারতের
আট মাসেও অগ্রগতি নেই বাকৃবির গণতদন্ত কমিশনের, ন্যায়বিচার নিয়ে শঙ্কা 
স্ত্রীর বাড়ি ছাড়ার গুঞ্জন নিয়ে যা বললেন শামীম
ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা