আবুল হাসানাত আব্দুল্লাহকে প্রধান করে আ.লীগের বরিশাল সিটি নির্বাচনী দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ মে ২০২৩, ২০:২৮| আপডেট : ১৭ মে ২০২৩, ২০:৪৪
অ- অ+

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহকে প্রধান করে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনী দল ঘোষণা করেছে আওয়ামী লীগ। বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দলকে নির্বাচনের ‘কেন্দ্রীয় টিম’ হিসেবে উল্লেখ করা হয়েছে। আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

এছাড়া বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের সমন্বয়ক হিসেবে রাখা হয়েছে আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম ও যুগ্ম-সমন্বয়ক হিসেবে রাখা হয়েছে সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেনকে।

বরিশাল সিটির নির্বাচনী দলের সদস্যদের মধ্যে আছেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ড. শাম্মী আহমেদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, মো. সিদ্দিকুর রহমান, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ আনিসুর রহমান ও মো. গোলাম কবীর রাব্বানী চিনু।

(ঢাকাটাইমস/১৭মে/জেএ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তুরস্কের তৈরি ৩০০-৪০০ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান, দাবি ভারতের
আট মাসেও অগ্রগতি নেই বাকৃবির গণতদন্ত কমিশনের, ন্যায়বিচার নিয়ে শঙ্কা 
স্ত্রীর বাড়ি ছাড়ার গুঞ্জন নিয়ে যা বললেন শামীম
ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা