‘আরআরআর’ অভিনেতা রে স্টিভেনসন মারা গেছেন

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ মে ২০২৩, ০৯:৩৭

বিশ্বমঞ্চে ভারতের মুখ উজ্জ্বল করেছে তেলেগু ভাষার ছবি ‘আরআরআর’। এস এস রাজামৌলি পরিচালিত এই সিনেমার হাত ধরে অস্কারও এসেছে ভারতে। তবে সেই খুশির খবরের মাঝে সোমবার রাতে এলো খারাপ খবর। মারা গেছেন রে স্টিভেনশন, যাকে এই ছবিতে খলচরিত্রে দিল্লির কতৃত্ববাদী গভর্নরের ভূমিকায় দেখা গেছে।

মৃত্যুর সময় স্টিভেনসনের বয়স হয়েছিল ৫৮ বছর। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

স্টিভেনসনের প্রতিনিধিরা ‘দ্য অ্যাসোসিয়েটেড প্রেস’কে জানিয়েছেন, অভিনেতা মারা গেছেন রবিবার। হলিউডের তুমুল জনপ্রিয় ‘থর’ সিনেমায় একজন অ্যাসগার্ডিয়ান যোদ্ধা হিসেবে কাজ করেছেন এই স্টিভেনসন। এইচবিও-এর ‘রোম’-এও ছিলেন তিনি৷

স্টিভেনসন ১৯৬৪ সালে উত্তর আয়ারল্যান্ডের লিসবর্নে জন্মগ্রহণ করেন। ব্রিস্টল ওল্ড ভিক থিয়েটার স্কুলে লেখাপড়া এবং ব্রিটিশ টেলিভিশনে কাজ করার পর ১৯৯৮ সালে সুযোগ পান ‘দ্য থিওরি অব ফ্লাইট’-এর মাধ্যমে হলিউডে আত্মপ্রকাশ করার। রবিবার থেমে গেল সেই দীর্ঘ যাত্রা।

‘আরআরআর’-এর টুইটার হ্যান্ডেল থেকে স্টিভেনসনের মৃত্যুতে শোকপ্রকাশ করা হয়েছে। অভিনেতার একটি ছবি শেয়ার করে লেখা হয়েছে, ‘কী নিদারুণ শোকের খবর আমাদের গোটা ‘আরআরআর’ টিমের কাছে। রে স্টিভেনসনের আত্মার শান্তি কামনা করি। স্যার স্কট, আপনি সবসময় আমাদের হৃদয়ে থেকে যাবেন।’

পরিচালক রাজামৌলি টুইটারে লিখেছেন, ‘মর্মান্তিক... এই খবর বিশ্বাস করতে পারছি না। রে নিজের সঙ্গে করে সেটে অনেক শক্তি এবং প্রাণবন্ত স্বভাব নিয়ে আসতেন। যা ছিল সংক্রামক। ওর সঙ্গে কাজ করা ছিল নির্মল আনন্দ। আমার প্রার্থনা তার পরিবারের জন্য। তার আত্মার শান্তি কামনা করি।’

(ঢাকাটাইমস/২৩মে/এজে)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :