বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ–বিভ্রাট, শিক্ষার্থীদের বিক্ষোভে ৯ ঘণ্টা পর স্বাভাবিক

বেরোবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ মে ২০২৩, ০৯:৩০

চরম বিদ্যুৎ–বিভ্রাটের কবলে পড়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের তোপের মুখে দীর্ঘ ৯ ঘণ্টা পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।

এর আগে মঙ্গলবার বিকাল ৩টা থেকে বিদ্যুৎ–বিভ্রাট শুরু হয়ে রাত ১০টায় স্বাভাবিক না হওয়ায় রাত ১১টায় বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা।

এসময় বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের সামনে কুড়িগ্রাম-রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভে শিক্ষার্থীরা ক্যাম্পাসে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানায়।

শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার বিকেল ৩টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত প্রায় ৭ ঘণ্টা এক টানা বিশ্ববিদ্যালয় এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় হলের আবাসিক শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়ে। নেসকোর কর্মকর্তাদের একাধিকবার কল করলেও কোনও সাড়া পায়নি তারা। এর ফলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে তারা বাধ্য হয়ে রাস্তায় নেমে আসেন।

এদিকে শিক্ষার্থীদের তোপের মুখে রাত ১২টার দিকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেওয়া হয়। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন: মনিপুর স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্বে ঢাকা জেলা প্রশাসক

নেসকোর দায়িত্বশীল কর্মকর্তারা ঢাকা টাইমসকে জানান, মঙ্গলবার বিকালে ঝড়ের কারণে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। পরে সমস্যা চিহ্নিত করতে অনেক সময় লাগার কারণে পুনরায় বিদ্যুৎ সংযোগ স্থাপন করতে সময় লেগে যায়।

(ঢাকাটাইমস/২৪মে/এসএম)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

‘প্রাচ্যের মানবিকতা ও ঐতিহ্যপূর্ণ সংস্কৃতির প্রাণশক্তি দিয়ে বিশ্বকে গড়ে তুলতে হবে’

‘শেখ হাসিনার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে ফিরে এসেছে বাংলাদেশের স্বয়ংসম্পূর্ণতা’

লেখাপড়ায় থিউরির পাশাপাশি ব্যবহারিক জ্ঞান অর্জন করতে হবে: চবি উপাচার্য

হাবিপ্রবিতে পক্ষকালব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন 

ইবিতে ১২ কোটি টাকা ব্যয়েও মিলছে না কাঙ্ক্ষিত পরিবহন সেবা

একাদশে পাঠদান শুরু ৩০ জুলাই

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের ফলাফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি কনসালটেন্ট সরোয়ারের মৃত্যুতে উপাচার্যের শোক

নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মানববন্ধন

ইউআইটিএস-এ সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিদায় সংবর্ধনা 

এই বিভাগের সব খবর

শিরোনাম :