মনিপুর স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্বে ঢাকা জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৩ মে ২০২৩, ২২:৩৪

রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির সভাপতি দেলোয়ার হোসেনকে অব্যাহতি দিয়ে ঢাকা জেলা প্রশাসককে দায়িত্ব দেওয়া হয়েছে। এতে বর্তমান প্রধান শিক্ষক ও অ্যাডহক কমিটির মধ্যে চলমান দ্বন্দ্ব নিরসন হবে বলে ধারণা করছে ঢাকা শিক্ষা বোর্ড।

মঙ্গলবার ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক স্বাক্ষরিত নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন করার আদেশ দেওয়া হয়েছে।

এতে ঢাকা জেলার প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানকে অ্যাডহক কমিটির সভাপতি করা হয়েছে। স্কুলের প্রধান শিক্ষককে কমিটির সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও সাধারণ শিক্ষক প্রতিনিধি হিসেবে আলমগীর হোসেন, অভিভাবক প্রতিনিধি হিসেবে জাকিয়া শিল্পী এবং পোষ্য কোটায় নুসরাত জাহান স্নেহাকে রাখা হয়েছে।

গত ১৮ মে প্রধান শিক্ষক নিয়ে ফের অস্থিরতা শুরু হয় মনিপুর স্কুল অ্যান্ড কলেজে। বর্তমান প্রধান শিক্ষককে বাদ দিয়ে নতুন করে প্রধান শিক্ষক নিয়োগ দেন অ্যাডহক কমিটির সভাপতি দেলোয়ার হোসেন। আর নতুন প্রধান শিক্ষককে অবৈধ ঘোষণা করে শিক্ষকদের ঐক্যবদ্ধ থাকতে পাল্টা নোটিশ দেন বর্তমান প্রধান শিক্ষক জাকির হোসেন। নতুন প্রধান শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে যান সাধারণ শিক্ষকরা। ক্লাস বর্জন করে আন্দোলনে যোগ দেন শিক্ষকরা। বহিরাগতদের দিয়ে শিক্ষকদের ওপর হামলা চালানোর অভিযোগ পাওয়া যায়। এতে প্রায় ২০ জন শিক্ষক আহত হন। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে মূল ক্যাম্পাসে পুলিশ মোতায়ন করা হয়।

জানা গেছে, স্থানীয় সংসদ সদস্যের অনুসারী হিসেবে পরিচিত দেলোয়ার হোসেন প্রতিষ্ঠানটির কর্তৃত্ব বজায় রাখতে সাবেক প্রধান শিক্ষক ফরহাদ হোসেনকে বহাল রাখতে চান। কিন্তু হাইকোর্ট থেকে তাকে অব্যাহতি দিয়ে নতুন প্রধান শিক্ষক ফরহাদ হোসেনকে নিয়োগ দিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দেয়। এরই পরিপ্রেক্ষিতে বর্তমান প্রধান শিক্ষককে নিয়োগ দেয় অধিদপ্তর। এরপর তাকে কয়েক দফা যোগদান করতে বাধা দেয় বর্তমান অ্যাডহক কমিটি।

(ঢাকাটাইমস/২৩মে/পিআর/ইএস)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

১২ বছর সাজাপ্রাপ্ত কুবির সেই ছাত্রলীগ নেতার জামিন

সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের কর্মসূচি ঘোষণা

স্নাতক স্তরে বাধ্যতামূলক ইন্টার্নশিপ চালুর পরামর্শ ইউজিসির

আঞ্চলিক কেন্দ্রসমূহে আইসিটি ও ওয়ান স্টপ সার্ভিস সেন্টার বিকেন্দ্রীকরণের সিদ্ধান্ত 

বেরোবিতে গাইবান্ধা জেলা সমিতির নেতৃত্বে মোশফিকুর-শাকিল

তাপপ্রবাহ: মাধ্যমিক স্কুল খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা

ইউআইটিএস-এ ইইই বিভাগের ৩৭তম ব্যাচের বিদায়ী সংবর্ধনা 

বিবিএ পড়াকালেই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসে ভর্তির সুযোগ পাবেন ঢাবি শিক্ষার্থীরা

নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে নজরুল জয়ন্তী

চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলা করার বিকল্প নেই : হাবিপ্রবি উপাচার্য

এই বিভাগের সব খবর

শিরোনাম :