এবার চতুর্থ শীর্ষ চূড়া লোৎসে জয় বাবর আলীর

পৃথিবার সর্বোচ্চ পর্বত চূড়া এভারেস্ট জয়ের পর এবার চতুর্থ শীর্ষ চূড়া লোৎসেতে আরোহণ করেছেন বাবর আলী। লোৎসে চূড়ায় আরোহণ করা প্রথম বাংলাদেশি তিনি।
বাবরের সংগঠন ভার্টিকাল ড্রিমার্স মঙ্গলবার সকাল ৬টা ৫৬ মিনিটে দেওয়া ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে।
ফেসবুক পোস্টে বলা হয়, আজ নেপালের স্থানীয় সময় ভোর ৫টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় ৬টা ৫ মিনিট) বাবর দাঁড়ালো বিশ্বের চতুর্থ শীর্ষ শৃঙ্গ লোৎসে চূড়াতে। আজ তিন দিন ধরে রুদ্ধশ্বাস প্রতীক্ষার হলো অবসান।
এতে আরও বলা হয়, এটিই বাংলাদেশের কোনো সন্তানের প্রথম লোৎসে সামিট এবং প্রথম একই অভিযানে দুটি আটহাজারি শৃঙ্গ সামিট।
“বাবর এখন নেমে আসতে শুরু করেছেন এবং বেসক্যাম্পে পৌঁছালেই হবে মূল উৎসব।” বলা হয় পোস্টে।
এর আগে গত ১৯ মে ষষ্ঠ বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন চট্টগ্রামের ছেলে বাবর।
(ঢাকাটাইমস/২১মে/এফএ)

মন্তব্য করুন