এবার চতুর্থ শীর্ষ চূড়া লোৎসে জয় বাবর আলীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ মে ২০২৪, ০৯:৪৫
অ- অ+

পৃথিবার সর্বোচ্চ পর্বত চূড়া এভারেস্ট জয়ের পর এবার চতুর্থ শীর্ষ চূড়া লোৎসেতে আরোহণ করেছেন বাবর আলী। লোৎসে চূড়ায় আরোহণ করা প্রথম বাংলাদেশি তিনি।

বাবরের সংগঠন ভার্টিকাল ড্রিমার্স মঙ্গলবার সকাল ৬টা ৫৬ মিনিটে দেওয়া ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে।

ফেসবুক পোস্টে বলা হয়, আজ নেপালের স্থানীয় সময় ভোর ৫টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় ৬টা ৫ মিনিট) বাবর দাঁড়ালো বিশ্বের চতুর্থ শীর্ষ শৃঙ্গ লোৎসে চূড়াতে। আজ তিন দিন ধরে রুদ্ধশ্বাস প্রতীক্ষার হলো অবসান।

এতে আরও বলা হয়, এটিই বাংলাদেশের কোনো সন্তানের প্রথম লোৎসে সামিট এবং প্রথম একই অভিযানে দুটি আটহাজারি শৃঙ্গ সামিট।

“বাবর এখন নেমে আসতে শুরু করেছেন এবং বেসক্যাম্পে পৌঁছালেই হবে মূল উৎসব।” বলা হয় পোস্টে।

এর আগে গত ১৯ মে ষষ্ঠ বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন চট্টগ্রামের ছেলে বাবর।

(ঢাকাটাইমস/২১মে/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা