দৌলতদিয়ায় পদ্মার এক কাতলা অর্ধ লাখে বিক্রি

এম মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি
 | প্রকাশিত : ২৭ মে ২০২৩, ১৭:১৯

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের অদূরে পদ্মা নদীতে জেলের জালে আটকা পড়েছে সাড়ে ২৭ কেজি ওজনের একটি কাতল মাছ। ৪৯ হাজার ৫০০ টাকায় মাছটি বিক্রি হয়েছে।

শনিবার সকালে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা নদীতে খলিল হালদার নামের এক জেলের জালে মাছটি ধরা পড়ে। খলিলের বাড়ি স্থানীয় দৌলতদিয়া গ্রামে।

খলিল জানান, প্রতিদিনের মতো তার সহযোগীদের নিয়ে শনিবার ভোরে পদ্মায় মাছ ধরতে জাল ফেলেন। সকালে জাল টেনে তুলতেই দেখেন বড় একটি মাছ আটকা পড়েছে। জাল টেনে ওপরে তুলতেই দেখা গেছে বড় আকারের একটি কাতল মাছ। পরে দৌলতদিয়া মাছের আড়তে নিয়ে গিয়ে ওজন দিয়ে দেখেন সাড়ে ২৭ কেজি। সেখান থেকে স্থানীয় মাছ ব‍্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ মাছটি কেনেন।

মাছটি ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়েছে বলে জানান ব‍্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ। তিনি বলেন, ‘আজ বেলা ১১টার দিকে কাতল মাছটি জেলে খলিলের কাছ থেকে ১ হাজার ৬৫০ টাকা কেজি দরে মোট ৪৫ হাজার ৩৭৫ টাকায় মাছটি কিনে নিই। পরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ৪৯ হাজার ৫০০ টাকায় মাছটি বিক্রি করে দিয়েছি।’

(ঢাকাটাইমস/২৭মে/এআর)

ছবি দেয়া আছে।

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :