কর্মসূচির অনুমতি নিতে ডিএমপিতে গিয়ে জামায়াতের চারজন আটক
আগামী ৫ জুনের কর্মসূচি পালনে সহযোগিতা চেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কার্যালয়ে আবেদন জমা দিতে যাওয়ার সময় জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের প্রতিনিধি দলকে আটক করেছে পুলিশ। তাদেরকে মিন্টো রোডের গোয়েন্দা পুলিশ (ডিবি) অফিসে নিয়ে যাওয়া হয়েছে।
জামায়াতের চার সদস্যের প্রতিনিধি দলে ছিলেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট সাইফুর রহমান, সাবেক সহ-সভাপতি ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট ড. গোলাম রহমান ভুইয়া, সুপ্রিম কোর্ট বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাতেন, সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দীন ভুইয়া প্রমুখ।
এ ব্যাপারে জানতে চাইলে ডিএমপির উপ কমিশনার (মিডিয়া) মো. ফারুক হোসেনের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোনটি রিসিভ করেননি।
(ঢাকাটাইমস/২৯মে/এএ/কেএম)