ঝিনাইদহে বিএডিসি চুক্তিবদ্ধ চাষি সমিতির প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ মে ২০২৩, ১৯:৪১
অ- অ+

বীজের দাম বৃদ্ধির দাবিতে বিএডিসি চুক্তিবদ্ধ চাষি সমিতির উদ্যোগে ঝিনাইদহে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে শহরের জোহান ড্রিম ভ্যালি পার্ক মিলনাতায়নে বিএডিসি চুক্তিবদ্ধ চাষি সমিতি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সহ-সভাপতি হাবিবুর রহমান, ইউসুফ আলী ও প্রধান উপদেষ্টা এনামুল হকসহ বিভিন্ন জোন ও জেলা প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বর্তমানে বিএডিসি গমের বীজ ৬০ টাকা মূল্য নির্ধারণ করায় চাষিরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তাই গম বীজের দাম ৬৫ টাকা ও ধানের বীজ ৫২ টাকা করার দাবি জানান। তাছাড়া মূল্য বীজ সংগ্রহের পূবেই মূল্য নির্ধারণ করতে হবে এবং এই মূল্য নির্ধারণের সময় চাষি সমিতি প্রতিনিধি রাখার দাবি জানান। একই সঙ্গে সারাদেশে চাষি সমিতির কার্যক্রম বেগবান করার লক্ষ্য সকলকে কাজ করার আহ্বান জানান।

(ঢাকাটাইমস/২৯মে/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তারেক রহমান জিতলে বাংলাদেশ জিতবে: প্রস্তুতি সভায় এস এ সিদ্দিক সাজু
কুমিল্লায় যুবলীগ সভাপতি ওমানী কাশেম গ্রেপ্তার
উত্তরা ইউনিভার্সিটিতে পঞ্চম আন্তর্জাতিক রোবো টেক অলিম্পিয়াড অনুষ্ঠিত
বেনাপোলে ১৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা