ময়মনসিংহে চাঞ্চল্যকর হত্যা মামলায় নিহতের চাচাত ভাই গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ মে ২০২৩, ২১:৫৫| আপডেট : ৩০ মে ২০২৩, ২২:০৪
অ- অ+

ময়মনসিংহের কোতোয়ালী থানার চাঞ্চল্যকর চাচাত ভাইয়ের হাতে ইমান (২৮) আলীকে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবু বক্কর সিদ্দিককে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাব।

সম্প্রতি ময়মনসিংহের চুরখাই বাজার এলাকা থেকে র‌্যাব-১৪ তাকে গ্রেপ্তার করে।

মঙ্গলবার র‌্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ২০১০ সালের ৫ নভেম্বর ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন চুরখাই মাঠপাড় এলাকায় ভিকটিম ইমান আলীকে আসামি আবু বক্কর ডেকে নিয়ে যায়। পরে ২০-২৫ জন মিলে দেশীয় অস্ত্র সস্ত্র দিয়ে কুপিয়ে ইমান আলীকে জখম করে ফেলে রেখে যায়। আশপাশের লোকজন ভিকটিমকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসাধীন থাকা অবস্থায় ভিকটিম ইমান আলী মৃত্যুবরণ করে। এরই প্রেক্ষিতে, ভিকটিমের পিতা মো. ইদ্রিস আলী (৬৫) (বর্তমানে মৃত) বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক কার্যক্রমের পর, এই মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে মূলহোতা মো. আবু বক্কর সিদ্দিক (৪০) সহ আসামি সাদ্দাম ও কালুর বিরুদ্ধে বাদীর আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত গত ২৮ মে ৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। বাকি আসামিদের বেকসুর খালাস প্রদান করেন। হানিফ নামের এক শিশু আসামি থাকায় তার মামলাটি শিশু আদালতে চলমান রয়েছে। বর্তমানে আসামি সাদ্দাম ও কালু জেল হাজতে আছে।

(ঢাকাটাইমস/৩০মে/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা