রুমায় কেএনএফের প্রশিক্ষণ ক্যাম্প দখল, আইইডি বিস্ফোরণে সেনা সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০১ জুন ২০২৩, ১৮:১৬ | প্রকাশিত : ০১ জুন ২০২৩, ১৮:০৫
ফাইল ছবি

বান্দরবানের রুমা উপজেলার ছিলোপি পাড়া এলাকায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফের) সশস্ত্র সন্ত্রাসীদের সদরদপ্তরসহ একটি গোপন প্রশিক্ষণ ক্যাম্প দখল করেছে সেনাবাহিনী। অভিযানে ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে এক সেনাসদস্যের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানায়।

আইএসপিআর জানিয়েছে, সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী কেএনএফের প্রশিক্ষণ ক্যাম্প বিষয়ে ওই এলাকার আশে পাশে বসবাসরত স্থানীয় বাসিন্দারা সেনা বাহিনীকে অবহিত করে। পরে সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে রুমা সেনা জোনের একটি টহল দল বৃহস্পতিবার সকালে ওই ক্যাম্পের উদ্দেশ্যে যাত্রা করে। কেএনএফ প্রশিক্ষণ ক্যাম্পের কাছাকাছি পৌঁছালে সশস্ত্র সন্ত্রাসী দলটি পালিয়ে যায়। আনুমানিক সকাল ৯টা ২০ মিনিটের দিকে সেনা টহল দলটি সন্ত্রাসীদের বিক্ষিপ্তভাবে পুঁতে রাখা আইইডি (ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস) বোমার কবলে পড়ে। বিস্ফোরণে আহত হন তুজাম নামে একজন সেনাসদস্য। তাকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে আনা হয়। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সৈনিক তুজামের মৃত্যু হয়।

আইএসপিআর আরও জানিয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনীর বিশেষায়িত দল এ ধরনের আরও সম্ভাব্য আইইডি শনাক্ত ও নিষ্ক্রিয় প্রক্রিয়া অব্যাহত রেখেছে।

সেনাপ্রধানের শোক: এদিকে দেশের জন্য জীবন উৎসর্গ করা শহীদ সেনা সদস্যের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। শোক বার্তায় সেনাপ্রধান বলেন, সেনা সদস্যের মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করেছি ও তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছি।

সম্প্রতি কেএনএফ সন্ত্রাসীরা বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলার পাহাড়ি জনপদে ক্রমাগত হত্যা, অপহরণ, জনমনে আতঙ্ক সৃষ্টিসহ মানবাধিকার লঙ্ঘনমূলক কর্মকাণ্ডের মাধ্যমে অরাজকতা সৃষ্টি করে আসছিল। তাদের প্রতিহত করার উদ্দেশ্যে সেনাবাহিনীসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।

ঢাকাটাইমস/০১জুন/এসএস/ইএস

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

৯ সদস্যের ‘সংবিধান সংস্কার কমিশন’ গঠন করে প্রজ্ঞাপন

সমুদ্র নিরাপত্তায় সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

সুপ্রিম কোর্টের ‘দলবাজ বিচারপতিদের’ পদত্যাগ চেয়ে প্রধান বিচারপতিকে আইনজীবীদের স্মারকলিপি

ট্রাফিক আইন অমান্য: ঢাকায় এক দিনে ৪০ লাখ ৮৪ হাজার টাকা জরিমানা, ১০১৭ মামলা

এইচএসসি ও সমমানের ফল ১৫ অক্টোবর, যে পদ্ধতিতে ফলাফল নির্ধারণ

বিশিষ্ট শিল্পপতি এস এম আবু মহসীন মারা গেছেন

বিশ্বের ৫০তম প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্ব ড. মুহাম্মদ ইউনূস

ওএসডির পর এবার বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি

কর্মস্থলে অনুপস্থিত পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় অ্যাকশন শুরু: আইজিপি

সারাদেশে পূজামণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা 

এই বিভাগের সব খবর

শিরোনাম :