বছরজুড়ে ১০ হাজার গাছ লাগাবে ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৫ জুন ২০২৩, ১৬:৪৫

স্বাভাবিকভাবে একটি দেশে কমপক্ষে ২৫ শতাংশ বনভূমি প্রয়োজন। বাংলাদেশের প্রেক্ষাপটে সেটি আরও বেশি প্রয়োজন। কিন্তু নির্বিচারে ব্যাপকভাবে গাছপালা কেটে উজাড় করে ফেলায় দেশের বনভূমি কমে ১০ শতাংশেরও নিচে এসে দাঁড়িয়েছে। যার ফলে উদ্বেগ বাড়ছে। অক্সিজেনের অভাবে বাড়ছে নানা ধরনের রোগ। গাছপালা কেটে ফেলায় বনভূমির অভাবে কমে যাচ্ছে বৃষ্টিপাত। উত্তপ্ত হচ্ছে আবহাওয়া। এমন বাস্তবতায় বিশ্ব পরিবেশ দিবসে দেশজুড়ে বৃক্ষরোপনের কর্মসূচি হাতে নিয়েছে ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন।

সারাদেশে ছড়িয়ে থাকা সংগঠনটির সদস্যরা নিজ নিজ কর্মক্ষেত্রে বিশ্বপরিবেশ দিবসে লাগাবেন নানা ধরণের ফলজ, ভেষজ ও ওষুধি গাছ।

এ সময় সংগঠনের পক্ষ থেকে এবারের পরিবেশ দিবসকে কেন্দ্র করে দেশজুড়ে কম হলেও ১০ হাজার গাছ লাগানোর টার্গেট করা হয়েছে।

চাকরিতে যোগদানের দশবছর পূর্তিতে এই গাছ লাগানোর সিদ্ধান্ত নেয়া হয় বলে জানায় সংগঠনটি। এরআগে দুইবছরে সারাদেশে নানা প্রজাতির নয় হাজার গাছ লাগিয়েছেন সংগঠনটির সদস্যরা।

এ বছর বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য হলো 'প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে'। এবারের দিবসের স্লোগান হলো 'সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ'।

একইদিনে 'গ্রীন ইওর আর্থ' প্রতিপাদ্যকে সামনে রেখে সবুজ পৃথিবীর স্বপ্ন বুনছেন ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের সদস্যরা। যদিও এমনটা প্রথম নয়। গত কয়েকবছর ধরে এই ব্যাচের কর্মকর্তারা নিজ নিজ আঙিনায় লাগিয়েছেন বিপুল পরিমাণ গাছ। যা ইতিমধ্যে দিতে শুরু করেছে ফল। ক্লান্ত পথিক ছায়া পাচ্ছেন অনেক গাছ থেকে।

এবারের পরিবেশ দিবসে বৃক্ষরোপন কর্মসূচি কেন্দ্রীয়ভাবে রাজধানীর পরিকল্পনা মন্ত্রণালয় চত্বরে উদ্বোধন করা হয়।

সোমবার (০৫জুন) সকালে পরিকল্পনা বিভাগের সচিব ও পরিকল্পনা কমিশনের সদস্য (কার্যক্রম বিভাগ) সত্যজিত কর্মকার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব (বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ) আবুল কাশেম মো. মহিউদ্দিন বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল হাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

পেশাগত দায়িত্ব পালনের মাঝেও পরিবেশ নিয়ে ব্যতিক্রমী ভাবনার জন্য তরুণ এই কর্মকর্তাদের সাধুবাদ জানান অতিথিরা।

আয়োজকরা মনে করছেন, সবাই নিজেদের জায়গা থেকে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপন জোর দিলে লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছা সম্ভব।

আব্দুল্লাহ আল হাদী বলেন, সবাই মিলে পরিবেশ রক্ষায় কাজ করার প্রত্যয়ে বৃক্ষরোপণের করার সিদ্ধান্ত। সারাদেশে আমাদের সহকর্মীরা শিক্ষা প্রতিষ্ঠান, নিজ নিজ অফিসের আঙিনায় গাছ লাগাবেন। সেক্ষেত্রে টার্গেটের চেয়েও আশা করি বেশি গাছ লাগানো হবে।

এসময় সংগঠনের আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় দে সজল, আহসান হাবিব জিতু, মোসাব্বের রহমান শুভ্র, সবুজ হাওলাদার, কবির জুয়েল, মো. জাহাঙ্গীর আলম, সিফাতই জাহান,কারিমা আকতার, মাসুমা জান্নাত, এম এ বাশার, মোবারক হোসেন, মেহেদী মাসুদ ফয়সাল, নাজমা পারভীন, সুরাইয়া সুলতানা নিপু, মাহফুজুল ইসলাম, মেসবাউল হোসেন, আহসান সাগর প্রমুখ।

(ঢাকাটাইমস/০৫জুন/এসএস/কেএম)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রশাসন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :