বিশ্ব পরিবেশ দিবসে নান্দাইলে স্টেপ এ্যাহেড বাংলাদেশের সচেতনতামূলক কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ জুন ২০২৩, ১১:২৭ | প্রকাশিত : ০৬ জুন ২০২৩, ১১:২১

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শিশু-কিশোরদের স্বেচ্ছাসেবী সংগঠন স্টেপ এ্যাহেড বাংলাদেশ ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বৃক্ষ রোপণ ও পরিবেশ সচেতনতামূলক র‌্যালি, চিত্রাঙ্কন, কুইজ ও রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে।

স্টেপ এ্যাহেড বাংলাদেশের নান্দাইলের স্বেচ্ছাসেবীরা সোমবার নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বৃক্ষ রোপণ ও প্লাস্টিক দূষণ বন্ধসহ পরিবেশ সচেতনতামূলক র‌্যালির আয়োজন করে। র‌্যালিটি উপজেলা ও শহীদ মিনার চত্বর প্রদক্ষিণ করে স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়।

এছাড়া একই দিনে তারা স্কুল মিলনায়তনে পরিবেশ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে আলোচনা সভা, চিত্রাঙ্কন, কুইজ ও রচনা প্রতিযোগিতার আয়োজন করে। স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এসব কর্মসূচিতে অংশগ্রহণ করে।

নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠান শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোফাখখারুল ইসলাম বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

স্কুলের শিশু-কিশোরদের গড়া স্বেচ্ছাসেবী সংগঠন স্টেপ এ্যাহেড বাংলাদেশ ২০২১ সাল থেকে সমাজের পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তা করাসহ বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মকান্ডে সম্পৃক্ত রয়েছে। বিশ্ব পরিবেশ দিবসেও তারা তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে।

(ঢাকাটাইমস/০৬জুন/এএ/এফএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :